ইপেপার । আজ বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গা দর্শনা থেকে চালককে অচেতন করে অটো ছিনতাই অটোচালক নবীনূরের দিন যাচ্ছে অর্ধাহারে-অনাহারে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৪৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬
  • / ৩৪৩ বার পড়া হয়েছে

IMG_20161114_155343

শহর প্রতিবেদক: অটোচালক নবীনূরের দিন যাচ্ছে অর্ধাহারে-অনাহারে। জীবিকা নির্বাহের একমাত্র অটোটি গত ২ অক্টোবর ছিনতাই হয়ে যাওয়ার পরে পরিবার নিয়ে মানবেতর দিন কাটাচ্ছে এই পরিবারটি। নবীনূরের সাথে এই প্রতিবেদক কথা বলতে গেলে কান্নায় ভেঙ্গে পড়ে সে, কাঁদতে কাঁদতে বলে ভাই আমার একমাত্র সম্বল অটোবাইকটি ছিনতাই হয়ে যাওয়ার পরে আমি পরিবারের সদস্যেদের মুখে দু’বেলা দু মুঠো খাবার তুলে দিতে পারছি না। আর সমিতির লোকজন সপ্তাহ হলেই বাড়ী বসে থাকছে কিস্তি নেওয়ার জন্য কারণ অটোটি আমি সমিতির কিস্তি তুলে কিনেছিলাম বলতে বলতে হাউমাউ করে আরো জোরে কেঁদে ওঠে। উল্লেখ্য, গত ২৮শে অক্টোবর দুপুরে ২জন যাত্রীবেশি ছিনতাইকারী অটোচালক নবীনূরকে জুস খাইয়ে দর্শনা থেকে তার অটোটি ছিনতাই করে নিয়ে যায়। এবিষয়ে দামুড়হুদা থানায় একটি একটি জিডি করেছে নবীনূর। পুলিশ আজও ছিনতাই অটোটি উদ্ধার করতে পারেনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা দর্শনা থেকে চালককে অচেতন করে অটো ছিনতাই অটোচালক নবীনূরের দিন যাচ্ছে অর্ধাহারে-অনাহারে

আপলোড টাইম : ০১:৪৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬

IMG_20161114_155343

শহর প্রতিবেদক: অটোচালক নবীনূরের দিন যাচ্ছে অর্ধাহারে-অনাহারে। জীবিকা নির্বাহের একমাত্র অটোটি গত ২ অক্টোবর ছিনতাই হয়ে যাওয়ার পরে পরিবার নিয়ে মানবেতর দিন কাটাচ্ছে এই পরিবারটি। নবীনূরের সাথে এই প্রতিবেদক কথা বলতে গেলে কান্নায় ভেঙ্গে পড়ে সে, কাঁদতে কাঁদতে বলে ভাই আমার একমাত্র সম্বল অটোবাইকটি ছিনতাই হয়ে যাওয়ার পরে আমি পরিবারের সদস্যেদের মুখে দু’বেলা দু মুঠো খাবার তুলে দিতে পারছি না। আর সমিতির লোকজন সপ্তাহ হলেই বাড়ী বসে থাকছে কিস্তি নেওয়ার জন্য কারণ অটোটি আমি সমিতির কিস্তি তুলে কিনেছিলাম বলতে বলতে হাউমাউ করে আরো জোরে কেঁদে ওঠে। উল্লেখ্য, গত ২৮শে অক্টোবর দুপুরে ২জন যাত্রীবেশি ছিনতাইকারী অটোচালক নবীনূরকে জুস খাইয়ে দর্শনা থেকে তার অটোটি ছিনতাই করে নিয়ে যায়। এবিষয়ে দামুড়হুদা থানায় একটি একটি জিডি করেছে নবীনূর। পুলিশ আজও ছিনতাই অটোটি উদ্ধার করতে পারেনি।