জীবননগর লোকমোর্চার উদ্দ্যোগে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন
- আপলোড টাইম : ০১:৩৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬
- / ৩০৬ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: সম্প্রদায়ীক সম্পর্ক বজায় রাখি সংখ্যালঘু নির্যাতন বন্ধ করি এই স্লোগানকে সামনে রেখে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা লোকমোর্চার আয়োজনে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে জীবননগর মেইন বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। এ সময় প্রধান অতিথি বলেন যার যার ধর্ম সে তাই পালন করবে, এতে বিভেদ কিসের। মনে রাখতে হবে আমরা সকলে মানুষ। একজন মানুষ হয়ে অপর এক মানুষের উপর অন্যায়ভাবে নির্যাতন করা অন্যের ধর্মের উপর আঘাত আনা এটা মটেও ঠিক নয়। তিনি আরও বলেন কিছু কিছু ব্যক্তি আছে তারা ধর্মের দোহায় দিয়ে মানুষ হয়ে মানুষের উপর নির্যাতন করে। মানুষ হয়ে মানুষের গায়ে আগুন জ্বালিয়ে দেয় এটা কোন ধর্মের ভিতরে নেই। এটা একটি দেশে অশান্তি সৃষ্টি করা ছাড়া আর কিছুই নয়। এ সময় আরও বক্তব্য রাখেন সীমান্ত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আ. কাদের, ইউপি সদস্য আব্দুল, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আ.মালেক মোল্লা, সাধারন সম্পাদক আ. শুকুর, সীমান্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাজাহান, আজিজুর রহমান, মহিলানেত্রী চামেলী খাতুন প্রমূখ।