বদরগঞ্জ বাকী বিল্লাহ কামিল মাদ্রাসায় বাার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রতিবেদক, সরোজগঞ্জ:

চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাকী বিল্লাহ কামিল মাদ্রাসার বাার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এই প্রতিষ্ঠানে এসে শিক্ষক ও শিক্ষার্থী সকলের শৃঙ্খলাবোধ দেখে আমার খুব ভালো লেগেছে। আমি শুনেছি এই মাদ্রাসার কয়েকজন ছাত্র বিসিএস ক্যাডার হয়েছে। খুলনা বিভাগের প্রথম হয়েছে অপর এক ছাত্র। তারা আরবিতে বক্তব্য দিয়েছে, ইংরেজিতে বক্তব্য দিয়েছে, আমি শুনে খুশি হয়েছে। প্রধানমন্ত্রী দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানসহ মাদ্রাসার ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন। দেশ আধুনিক হয়েছে, তোমরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও অনেক ভালো করবে, দেশের স্বার্থে কাজ করবে এই প্রত্যাশা করি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবির হোসেন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুউজ্জামান মানিক, সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, মাদ্রাসা কমিটির সহসভাপতি এনএনএম আসিফ ও শিক্ষক ড. রুহুল আমিন। সভায় প্রতিষ্ঠানে সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।