আগামী ২২ মার্চ ভোট গ্রহণে তফসিল ঘোষণা

দামুড়হুদা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দামুড়হুদা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণা এবং নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবের সভাপতি এম. নুরুন্নবীর সভাপতিত্বে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, সিনিয়র সহসভাপতি মোজাম্মেল শিশির, সহসম্পাদক রতন বিশ্বাস, অর্থ সম্পাদক শমশের আলী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিলন, ক্রীড়া সম্পাদক বিল্লাল হোসেন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজিদ হাসান সোহাগ, নির্বাহী সদস্য জাহিদুর রহমান মুকুল, আহাদ আলী, সদস্য হাবিবুর রহমান, শামসুজ্জোহা পলাশ, তাছির আহমেদ, আলী আজগার সোনা, শরিফ উদ্দীন, তানজির ফয়সাল, খালেকুজ্জামান, ফজলুর রহমান, মোমিনুল ইসলাম মনির, আতিয়ার রহমান, মাহবুবুর রহমান মনি, মিরাজুল ইসলাম মিরাজ, এস এম সুজন প্রমুখ।

সভায় উপস্থিত প্রেসক্লাবের সদস্যরা বর্তমান কমিটি ভেঙে নির্বাচনী তফসিল ঘোষণার দাবি করেন। এসময় সর্বসম্মতিক্রমে বর্তমান সভাপতি কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ১৯ মার্চ মনোনয়নপত্র সংগ্রহ ও জমা, ২০ মার্চ যাচাই-বাছাই ও প্রত্যাহার এবং ২২ মার্চ প্রেসক্লাব ভবনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।