জীবননগরে ভুট্টা চাষে সাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকেরা
- আপলোড টাইম : ০১:৩৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬
- / ৩৭১ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগর উপজেলার কৃষকেরা ভুট্টা চাষে সাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকেরা। জানা গেছে জীবননগর উপজেলা ৮টি ইউনিয়নের প্রতিটি গ্রামের কমবেশি ধান, পাট, শাকসবজি চাষের পাশাপাশি ভুট্টা চাষেও অনেকে ঝুকে পড়েছেন। অল্প সময়ে স্বল্প ব্যায়ে অতিরিক্ত লাভের আশায় দিন রাত পরিশ্রম করছে ভুট্টা চাষিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভুট্টা গাছের পরিচর্যা নিয়েই ব্যবস্থা সাধারন কৃষকেরা সাথে সাথে ভুট্টা বীজের কোম্পানীর প্রতিনিধিরাও কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন বলেও জানা গেছে। এ ব্যাপারে সরেজমিনে জীবননগর উপজেলার মারুফদাহ গ্রামের ভুট্টা চাষী মসলেম উদ্দীন, কাশেম, শিল্টু, হাফিজুর, ইসমাইলের সাথে কথা বললে তারা বলেন গত বছরের মত এ বছরেও আমরা সিনজেনটা কোম্পানীর নিকট থেকে সানশাইন নামের ভুট্টার বীজ নিয়েছি গত বছর বিঘা প্রতি ৫০মন করে আমরা ভুট্টা পেয়েছিলাম আশা করি এ বছরের আমরা একই রকম ফলন পাব। এদিকে একই উপজেলার পাকা গ্রামের জিয়ারুল, জব্বার, ফকির, কুলতলা গ্রামের আলম ও জাহাঙ্গীর সাথে কথা বললে তারা বলেন গত বছরে সিনজেনটা কোম্পানীর সানশাইন নামের ভুট্টা বীজ লাগিয়ে বিঘা প্রতি ৪৮থেকে ৫০মন ভুট্টা পেয়েছিলাম। এ বছরের আল্লাহ পাক যদি তেমন কোন ঝড় ঝাপ্টা বা ভুট্টায় যদি তেমন কোন বড় ধরনের রোগব্যাধি না বর্তমান জমিতে যেভাবে ভুট্টা গাছের চারা দেখা দিচ্ছে সেভাবে যদি থাকে তাহলে এ বছরের সিনজেনটা কোম্পানীর সানশাইন কোম্পানীর ভুট্টার বীজ রোপনে আমরা লাভবান হব। এদিকে সিনজেনটা কোম্পানীর জীবননগর প্রতিনিধি আব্দুল মুমিনের কাছে সিনজেনটা কোম্পানীর সানশাইন ভুট্টা বীজ সম্বন্ধে জানতে চাইলে তিনি বলেন সানশাইন ভুট্টা চাষ করে জীবননগর উপজেলায় এখন কোন কৃষকের ক্ষতি হয়নি। এ চাষে গত বছর কৃষকরা বিঘা প্রতি ৪৮থেকে ৫০মন করে ভুট্টা পেয়েছে। এ বছরের আশা করি কৃষকরা এ চাষ করে লাভবান হবে। তিনি আরও বলেন আমরা কয়েকটি স্থানে দেখেছি সিনজেনটা কোম্পানীর ভুট্টা বীজ লাগিয়ে একটু সমস্যা হয়েছে। কিন্তু আমাদের জীবননগর উপজেলায় প্রায় ৩হাজার বিঘা জমিতে সানশাইন ভুট্টার বীজ রোপন করা হয়েছে অনেক স্থানে ভুট্টা গাছ অনেক বড় হয়ে গিয়েছে। যে সমস্তস্থানে এ ধরনের সমস্যা হয়েছে সেই সমস্তস্থানের কৃষকেরা অনেক সময় দেখা গেছে অগ্রিম ভুট্টার চারা লাগিয়েছে সেক্ষেত্রে দেখা গেছে বৃষ্টির কারনে অথবা আবহাওয়ার কারনে গাছের কুশি নষ্ঠ হয়েছে। তবে যে সমস্ত গাছে এ ধরনের সমস্যা হয়েছে সে সমস্থ গাছের কুশি ভেঙ্গে দিলে এটি আর হবে না।