ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় রক্তাক্ত জখম ২

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:২০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬
  • / ৩৫৫ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা স্টেশন রোডে টার্মিনালের নিকটে তেলবাহী ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে আহত ২। জানাগেছে, গতকাল সকাল ১০ টার সময় আলমডাঙ্গা স্টেশন রোড সংলগ্ন ফোকটের নিকটে মোটরসাইকেল ও তেলবাহী ট্রাকের মুখেমুখি সংঘর্ষ হয়। এতে ২ জন মোটর সাইকেল আরহী মারাত্মকভাবে আহত হয়। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার মোহিন্দপুর গ্রামের ফজলুর রশীদের ছেলে মিজু আহমেদ ও খোকশার বামোনপাড়া গ্রামের মখলেছুর রহমানের ছেলে মশিউর রহমান দুইজনই গতকাল চিকিৎসার জন্য মোটরসাইকেল যোগে দর্শনার উদ্দেশ্য রওনা দিয়েছিল। পথিমধ্যে আলমডাঙ্গা স্টেশনের ফোকটের নিকট পৌছালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রাক তাদের মোটর সাইকেলে ধাক্কা দেয়। এরপর পরই দুজন মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয় জনগণ তাদেরকে দ্রুত উদ্ধার করে ফাতেমা ক্লিনিকে ভর্তি করে। তাদের ২ জনের পা থেকে মাংশ ছিন্ন ভিন্ন হয়ে যায়। এবং তাদের ব্যবহৃত ১শ সিসি গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। এই সংবাদ লেখা পর্যন্ত তাদের অবস্থা মারাত্মক ছিল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় রক্তাক্ত জখম ২

আপলোড টাইম : ০১:২০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা স্টেশন রোডে টার্মিনালের নিকটে তেলবাহী ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে আহত ২। জানাগেছে, গতকাল সকাল ১০ টার সময় আলমডাঙ্গা স্টেশন রোড সংলগ্ন ফোকটের নিকটে মোটরসাইকেল ও তেলবাহী ট্রাকের মুখেমুখি সংঘর্ষ হয়। এতে ২ জন মোটর সাইকেল আরহী মারাত্মকভাবে আহত হয়। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার মোহিন্দপুর গ্রামের ফজলুর রশীদের ছেলে মিজু আহমেদ ও খোকশার বামোনপাড়া গ্রামের মখলেছুর রহমানের ছেলে মশিউর রহমান দুইজনই গতকাল চিকিৎসার জন্য মোটরসাইকেল যোগে দর্শনার উদ্দেশ্য রওনা দিয়েছিল। পথিমধ্যে আলমডাঙ্গা স্টেশনের ফোকটের নিকট পৌছালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্রাক তাদের মোটর সাইকেলে ধাক্কা দেয়। এরপর পরই দুজন মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয় জনগণ তাদেরকে দ্রুত উদ্ধার করে ফাতেমা ক্লিনিকে ভর্তি করে। তাদের ২ জনের পা থেকে মাংশ ছিন্ন ভিন্ন হয়ে যায়। এবং তাদের ব্যবহৃত ১শ সিসি গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। এই সংবাদ লেখা পর্যন্ত তাদের অবস্থা মারাত্মক ছিল।