ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

র‌্যাবের অভিযানে ঝিনাইদহ-খুলনা মহাসড়ক থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:১৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬
  • / ৩১৯ বার পড়া হয়েছে

derশহর প্রতিবেদক: র‌্যাব-৬ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঝিনাইদহ জেলার সদর থানাধীন ঝিনাইদহ টু খুলনা মহাসড়কের ঝিনাইদহ বাইপাস সংলগ্ন বুটেরগাথী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে ঝোপের ভিতর ঝিনাইদহ-খুলনা মহাসড়কের পাওয়ার হাউজের দক্ষিণ ও পূর্ব পাশের বাইপাসের কালভার্টের ঢালু হতে ১টি দেশীয় তৈরি পুরাতন রিবলভার, ১টি রিবলভারের গুলি, ১টি দেশীয় তৈরি পুরাতন ওয়ানশুটারগান ও ২টি পুরাতন শর্টগানের গুলি উদ্ধার প্রসঙ্গে। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ ঃ অদ্য ২১/১১/২০১৬ ইং তারিখ আনুমানিক ০৭.০৫ ও ০৭.৩০ ঘটিকার সময় কোম্পানী কমান্ডার মেজর মোঃ মনির আহমেদ ও এএসপি উৎপল কুমার রায় এর নেতৃত্বে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিকদল নিয়মিত টহল ডিউটি করাকালীন সময়ে ঝিনাইদহ জেলার সদর থানাধীন ঝিনাইদহ টু খুলনা মহাসড়কের ঝিনাইদহ বাইপাস সংলগ্ন বুটেরগাথী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে ঝোপের ভিতর হতে ১টি দেশীয় তৈরি পুরাতন রিবলভার, ০১টি রিবলভারের গুলি উদ্ধার এবং হামদহ পাওয়ার হাউজ পাড়াস্থ ঝিনাইদহ-খুলনা মহাসড়কের পাওয়ার হাউজের দক্ষিণ ও পূর্ব পাশের বাইপাসের কালভার্টের ঢালু হতে ০১টি দেশীয় তৈরি পুরাতন ওয়ান শুর্টারগান ও ২টি পুরাতন শর্টগানের গুলি উদ্ধার করে। উক্ত উদ্ধারকৃত আলামত ঝিনাইদহ সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা  হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

র‌্যাবের অভিযানে ঝিনাইদহ-খুলনা মহাসড়ক থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

আপলোড টাইম : ০১:১৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬

derশহর প্রতিবেদক: র‌্যাব-৬ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঝিনাইদহ জেলার সদর থানাধীন ঝিনাইদহ টু খুলনা মহাসড়কের ঝিনাইদহ বাইপাস সংলগ্ন বুটেরগাথী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে ঝোপের ভিতর ঝিনাইদহ-খুলনা মহাসড়কের পাওয়ার হাউজের দক্ষিণ ও পূর্ব পাশের বাইপাসের কালভার্টের ঢালু হতে ১টি দেশীয় তৈরি পুরাতন রিবলভার, ১টি রিবলভারের গুলি, ১টি দেশীয় তৈরি পুরাতন ওয়ানশুটারগান ও ২টি পুরাতন শর্টগানের গুলি উদ্ধার প্রসঙ্গে। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ ঃ অদ্য ২১/১১/২০১৬ ইং তারিখ আনুমানিক ০৭.০৫ ও ০৭.৩০ ঘটিকার সময় কোম্পানী কমান্ডার মেজর মোঃ মনির আহমেদ ও এএসপি উৎপল কুমার রায় এর নেতৃত্বে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিকদল নিয়মিত টহল ডিউটি করাকালীন সময়ে ঝিনাইদহ জেলার সদর থানাধীন ঝিনাইদহ টু খুলনা মহাসড়কের ঝিনাইদহ বাইপাস সংলগ্ন বুটেরগাথী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে ঝোপের ভিতর হতে ১টি দেশীয় তৈরি পুরাতন রিবলভার, ০১টি রিবলভারের গুলি উদ্ধার এবং হামদহ পাওয়ার হাউজ পাড়াস্থ ঝিনাইদহ-খুলনা মহাসড়কের পাওয়ার হাউজের দক্ষিণ ও পূর্ব পাশের বাইপাসের কালভার্টের ঢালু হতে ০১টি দেশীয় তৈরি পুরাতন ওয়ান শুর্টারগান ও ২টি পুরাতন শর্টগানের গুলি উদ্ধার করে। উক্ত উদ্ধারকৃত আলামত ঝিনাইদহ সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা  হয়।