ইপেপার । আজ রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

জীবননগর উপজেলা পরিষদের উদ্দ্যোগে স্বাস্থ্য সুরক্ষার গবাদিপশুর টিকা প্রদান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:০৯:১২ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০১৬
  • / ৩৭৮ বার পড়া হয়েছে

15027738_1744485455875347_4235855895263862753_n

জীবননগর অফিস: জীবননগর উপজেলা পরিষদের উদ্দ্যোগে এ উপজেলার গবাদি পশু ছাগল ও ভেড়ার নিরাপদ স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় জীবননগর উপজেলার হাসাদহ গ্রামে ছাগল ও ভেড়ার ফ্রি ভ্যাকসিনের উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। এ সময় উপস্থিত ছিলেন হাসাদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জুম্মত মন্ডল পশু চিকিৎসক শফিউদ্দিনসহ আরও অনেকে। সম্পতি গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় জীবননগর প্রস্তুতি সভা শেষে উপজেলার ৯০জন প্রশিক্ষন প্রাপ্ত মাঠকর্মীদের মাঝে টিকা প্রদান উপকরণ বিতরন করা হয়। জীবননগর উপজেলা পরিষদের অর্থায়নে এ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দপ্তরের ৮জন কর্মকর্তা ভ্যাকসিনেশন কর্মসূচী তদারকি করবে বলে জানা গেছে। এ উপজেলার ৮টি ইউনিয়নের ৫০হাজার ছাগল গরু ও ভেড়াকে টিকা প্রদান করা হবে। এদিকে এই মহত উদ্দ্যোগের ফলে ভ্যাকসিন সম্পর্কে এলাকাবাসীর মধ্যে এক সচেতনা সৃষ্টি হবে সাথে সাথে রোগপ্রতিরোধের মধ্যে দিয়ে পশুমৃত্যুর হার কমে যাবে এবং পশু উৎপাদন বেড়ে যাবে পাশাপাশি এলাকায় পুষ্টিজনিত ঘাটতি অনেকংশ পূরন হবে। এদিকে সরেজমিনে দেখা গেছে ছাগলের এই ভ্যাকসিন দেওয়ায় গ্রামের সাধারন মানুষ একটি অনন্দের সাথে বাড়ি থেকে নিজে ছাগল নিয়ে ভ্যাকসিন দিয়েছে এই মহত উদ্দ্যোগ নেওয়ায় এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। তবে এটি যেভাবে চালু হয়েছে আর যাতে বন্ধ না হয় সে বিষয়ে এলাবাসী কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগর উপজেলা পরিষদের উদ্দ্যোগে স্বাস্থ্য সুরক্ষার গবাদিপশুর টিকা প্রদান

আপলোড টাইম : ০২:০৯:১২ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০১৬

15027738_1744485455875347_4235855895263862753_n

জীবননগর অফিস: জীবননগর উপজেলা পরিষদের উদ্দ্যোগে এ উপজেলার গবাদি পশু ছাগল ও ভেড়ার নিরাপদ স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় জীবননগর উপজেলার হাসাদহ গ্রামে ছাগল ও ভেড়ার ফ্রি ভ্যাকসিনের উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। এ সময় উপস্থিত ছিলেন হাসাদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জুম্মত মন্ডল পশু চিকিৎসক শফিউদ্দিনসহ আরও অনেকে। সম্পতি গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় জীবননগর প্রস্তুতি সভা শেষে উপজেলার ৯০জন প্রশিক্ষন প্রাপ্ত মাঠকর্মীদের মাঝে টিকা প্রদান উপকরণ বিতরন করা হয়। জীবননগর উপজেলা পরিষদের অর্থায়নে এ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দপ্তরের ৮জন কর্মকর্তা ভ্যাকসিনেশন কর্মসূচী তদারকি করবে বলে জানা গেছে। এ উপজেলার ৮টি ইউনিয়নের ৫০হাজার ছাগল গরু ও ভেড়াকে টিকা প্রদান করা হবে। এদিকে এই মহত উদ্দ্যোগের ফলে ভ্যাকসিন সম্পর্কে এলাকাবাসীর মধ্যে এক সচেতনা সৃষ্টি হবে সাথে সাথে রোগপ্রতিরোধের মধ্যে দিয়ে পশুমৃত্যুর হার কমে যাবে এবং পশু উৎপাদন বেড়ে যাবে পাশাপাশি এলাকায় পুষ্টিজনিত ঘাটতি অনেকংশ পূরন হবে। এদিকে সরেজমিনে দেখা গেছে ছাগলের এই ভ্যাকসিন দেওয়ায় গ্রামের সাধারন মানুষ একটি অনন্দের সাথে বাড়ি থেকে নিজে ছাগল নিয়ে ভ্যাকসিন দিয়েছে এই মহত উদ্দ্যোগ নেওয়ায় এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। তবে এটি যেভাবে চালু হয়েছে আর যাতে বন্ধ না হয় সে বিষয়ে এলাবাসী কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।