আলমডাঙ্গা আঠারোখাদার মুক্ত মঞ্চ উদ্বোধন করেন রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন
- আপলোড টাইম : ০২:০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০১৬
- / ৩৪৮ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার আঠারোখাদায় মুক্তমঞ্চ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে মুক্ত মঞ্চ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, জেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের আহবায়ক মাসুম শাহী, মকবুল হোসেন, এসএম আবিদ আলিম, শামীম বিশ্বাস। বাড়াদী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ জহুরুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন বাড়াদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মকলেছুর রহমান, জেহালা ইউনিয়ন যুুবলীগের সভাপতি মঈন উদ্দিন। অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেন অনুপনগর গ্রামের শফিউল্লা পান্টু, মিরাজ, আলিফ, তরিকুল, টিপু, আশিক, জাহিদ, বেল্টুসহ ২৪ জন। এ সময় উপস্থিত ছিলেন আঠারোখাদা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ ও সহকারি শিক্ষক মেহেদি হাসান, ছানোয়ার মেম্বার, ওবাইদুল মেম্বার, শরিফুল মেম্বার, হিফাজ উদ্দিন, ইকরামুল হক, লাল্টু, ইলিয়াছ, ওহিদুজ্জামান, ছাত্রনেতা সোহেল, আলিফনুর, বনিক বিশ্বাস, মিলন, লিটন, তন্তর, রাশেদুজ্জামান সেলিম।