দোস্ত গ্রামে ভূঁইয়াপাড়ার কালভার্টটির বেহাল দশা! বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা : সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ
- আপলোড টাইম : ০৯:৩১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০১৬
- / ৪১৯ বার পড়া হয়েছে
ওয়াসিম রয়েল: চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামের ভূঁইয়া পাড়ার কালভার্টটির বেহাল দশার কারনে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা রয়েছে। জানা গেছে, সদর উপজেলার দোস্ত গ্রামের ভূঁইয়া পাড়ার কালভার্টটি অনেকদিন ধরেই এক পাশে ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। গত বর্ষা মৌসুমে বৃষ্টির পানির প্রবল চাপে কালভার্টের নিচের অংশের মাটি সরে যাওয়ায় রাস্তাসহ কালভার্টটির এক পাশে ভাঙ্গনের সৃষ্টি হওয়ায় কালভার্টটি দুর্বল হয়ে দিনেদিনে যান ও জন চলাচলে অযোগ্য হয়ে পড়ছে। ভূষিমাল ও আড়ৎ ব্যবসা কেন্দ্র হিসেবে খ্যাত দর্শনা দোস্ত বাজার এবং হিজলগাড়ী বাজারে এই রাস্তা দিয়ে প্রতিদিনই মালামাল বোঝাই গাড়ী যাওয়া-আসা করে। ফলে যেকোন সময় এই স্থানে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটার আগেই অতি দ্রুত কালভার্টটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করছে এলাকাবাসীসহ ভুক্তভোগীরা।