তোমাদের ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে

ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে জিপু চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু।

প্রধান অতিথির বক্তব্যে ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘তোমাদের মধ্যে যাদের আজ কথা বলার ছিল, তারা বলেছো। আমরা শুনলাম। ভালো লাগলো। তোমাদের মুখ থেকে তোমাদের গর্বিত গুণী শিক্ষকদের কথা আমাকে আশ্বস্ত করেছে। এই প্রতিষ্ঠানের ছাত্রীরা ভালো করবে। গুণী শিক্ষকেরা তোমাদের আলোর দিকে যেতে সহযোগিতা করবে। এখন জীবনটা গড়ে নেওয়ার সময়। আদর্শবান মানুষ হতে হবে। সমস্ত গুণে গুণান্বিত হও। দেশের কল্যাণে কাজ করতে হবে।’

ওবাইদুর রহমান চৌধুরী জিপু আরও বলেন, ‘এ বিদ্যালয়ের নামই ঝিনুক। এখান থেকে তোমরা যারা বের হবে, তারা মুক্তা হয়েই বের হবে। দেশ ও জাতির কল্যাণে কাজে লাগবে। মনে রাখতে হবে, তোমাদের ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। এ বিদ্যাপিঠে তোমরা যারা অধ্যায়ন করেছ, তারা মনে প্রাণে ভালোবেসেছ প্রিয় বিদ্যালয়কে। তোমরা আজ বিদায় নিচ্ছ, বিদায় দেওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও বিদায় দিতে হচ্ছে। কারণ এ বিদায় তোমাদের জীবনের নতুন দিককে উন্মোচন করবে। ভবিষ্যৎ জীবনের পাথেয় স্বরুপ কাজে লাগবে।’

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম। সহকারী শিক্ষক মিকাইল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মোহা. মনসুর উদ্দিন মোল্লা, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি ও সিনিয়র শিক্ষক শামসুন নাহার শিলা খান, শিক্ষক প্রতিনিধি সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, অভিভাবক সদস্য ইউনুচ আলী, রনি মল্লিক, ফারহানা সুলতানা, হেড মাওলানা আলী নাসির, সিনিয়র শিক্ষক পারভীন সুলতানা, সহকারী শিক্ষক হোরাম মোস্তফা, গোলাম মওলা, আহাদ আলী প্রমুখ।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার রিফা। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় ষষ্ঠ শ্রেণির ছাত্রী খুশবু খাতুন। বিদায়ী ছাত্রীদের মধ্যে বক্তব্য দেয় আনিকা তাসিন উর্বি, লাবিবা মাহজেবিন, তানজিলা আক্তার তানিছা, নুসরাত জাহান নিত্বি, নাবিলা ইয়াসমিন ও জান্নাতুল ফেরদৌস।