মজলুম জননেতা মাওলানা ভাষানীর ৪০তম মৃত্যু বার্ষিকী পালিত
- আপলোড টাইম : ০৫:৪৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০১৬
- / ৪৬৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গাতে যথাযোগ্য মর্যাদায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খাঁন ভাষানীর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে গতকাল চুয়াডাঙ্গা জেলা ভাষানী অনুসারী পরিষদের উদ্দ্যোগে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ভাষানী অনুসারী পরিষদের আহবায়ক লিটু বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি নুর”ল ইসলাম। অন্যান্যদের মধ্যে আলোচনা সভায় বক্তব্যদেন এ্যাড. মো: কামর”ল আরেফিন, এম আলফাজ উদ্দিন, এ্যাড. বজলুর রহমান, এ্যাড. ইউনুছ আলী, প্রবীন শিক্ষক মাহতাব উদ্দিন, উদিচী নেতা জহীর রায়হান, সাপ্তাহিক দর্পন সম্পাদক আনোয়ার হোসেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ সকল বক্তাগন মজলুম জননেতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার আহবান জানান।