লাহোরে ফের ১৪৪ ধারা জারি

বিশ্ব প্রতিবেদন:

পাকিস্তানের তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) নির্বাচনী সমাবেশকে ঘিরে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় রোববার  লাহোরে ফের ১৪৪ ধারা জারির ঘোষণা দিয়েছে। গতকাল শনিবার রাতে এই ঘোষণা দিয়েছে পাঞ্জাব সরকার। সরকারের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে পাকিস্তানের নির্বাচন কমিশনের শরণাপন্ন হয়েছে পিটিআই। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ১৪৪ ধারা দিল পাঞ্জাব। খবর ডনের। ১৪৪ ধারা প্রত্যাহারের দাবি জানিয়ে পিটিআইয়ের পক্ষ থেকে ইমরান খানের নির্দেশনায় পিটিআই নেতা বাবর আওয়ান পাকিস্তানের নির্বাচন কমিশনে এ আবেদনপত্র জমা দিয়েছেন। আবেদনে বলা হয়, ১৪৪ ধারা জারির মধ্য দিয়ে পাঞ্জাব সরকার সুপ্রিম কোর্টের আদেশের ১৫ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। রোববার পাকিস্তান সুপার লিগের খেলাও রয়েছে।

তবে পিটিআই বলছে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং পিটিআইয়ের সমাবেশস্থলের পথ ও সময় আলাদা। পিটিআইয়ের সমাবেশ সাড়ে পাঁচটায় শেষ হবে আর পিএসএলের খেলা শুরু হবে সন্ধ্যায় সাতটায়। পাকিস্তান সুপার লিগের খেলা উপলক্ষে কখনো কোনো শহরে ১৪৪ ধারা জারি হয়নি বলেও আবেদনে উল্লেখ করা হয়।