ইপেপার । আজ রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

ঝিনাইদহ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারকে এবার মালাউন বলে গালি দিলেন যুবলীগ নেতাকর্মীরা!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৩৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬
  • / ৪৮৭ বার পড়া হয়েছে

images

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) স্বপন কুমার কুন্ডুকে মালাউন বলে গালি দিলেন এবার যুবলীগের নেতাকর্মীরা। শুধু মালাউন বলেই তারা ক্ষ্যন্ত হন নি। এ সময় বিশ্রি ভাষায় গালিগালাজ করা হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের রুমে। এ ঘটনায় চিকিৎসকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার স্বপন কুমার কুন্ডু খবরের সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার দুপুরে নিজেদের যুবলীগ পরিচয় দিয়ে ৫/৭ জন ব্যক্তি তার রুমে প্রবেশ করেন। এ সময় তারা বিআরটি এর একটি ফরম পূরণ করে তাতে সাক্ষর দেবার জন্য বলেন। বিআরটি এর ফরমে তিনি সাক্ষর দেন না জানানো পর যুবলীগ কর্মীরা উত্তেজিত হয়ে গালিগালাজ করে বলে ওঠেন “ শালা মালাউনের বাচ্চাকে এই চেয়ারে বসিয়েছে কে”। এ সময় ঝিনাইদহ বিএমএর নেতা ডা: দুলাল কুমার চক্রবর্তী প্রতিবাদ করে যুবলীগ পরিচয়দানকারী কর্মীদের ভাষা ঠিক করে কথা বলার অনুরোধ করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ বসির উদ্দীন ও শাহ আলম প্রিন্সসহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এহেন আচরণে কর্মকর্তা কর্মচারীদের মাঝে ক্ষোভ লক্ষ্য করা যায়। আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) স্বপন কুমার কুন্ডু আরো জানান, তার দীর্ঘ চাকরী জীবনে এ ধরণের আচরণের শিকার হননি। তিনি এমন আচরণে মর্মাহত হয়েছেন বলেও জানান। বিষয়টি নিয়ে হাসপাতালের তত্বাবধায়ক ডা: আয়ূব আলী জানান, তিনি সাংবাদিকদের কাছ থেকে ঘটনাটি শুনেছেন। উপস্থিত একটি সূত্র জানায়, ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার যুবলীগ নামধারী যুবকরা এই আচরণ করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ঝিনাইদহ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারকে এবার মালাউন বলে গালি দিলেন যুবলীগ নেতাকর্মীরা!

আপলোড টাইম : ০১:৩৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬

images

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) স্বপন কুমার কুন্ডুকে মালাউন বলে গালি দিলেন এবার যুবলীগের নেতাকর্মীরা। শুধু মালাউন বলেই তারা ক্ষ্যন্ত হন নি। এ সময় বিশ্রি ভাষায় গালিগালাজ করা হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের রুমে। এ ঘটনায় চিকিৎসকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার স্বপন কুমার কুন্ডু খবরের সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার দুপুরে নিজেদের যুবলীগ পরিচয় দিয়ে ৫/৭ জন ব্যক্তি তার রুমে প্রবেশ করেন। এ সময় তারা বিআরটি এর একটি ফরম পূরণ করে তাতে সাক্ষর দেবার জন্য বলেন। বিআরটি এর ফরমে তিনি সাক্ষর দেন না জানানো পর যুবলীগ কর্মীরা উত্তেজিত হয়ে গালিগালাজ করে বলে ওঠেন “ শালা মালাউনের বাচ্চাকে এই চেয়ারে বসিয়েছে কে”। এ সময় ঝিনাইদহ বিএমএর নেতা ডা: দুলাল কুমার চক্রবর্তী প্রতিবাদ করে যুবলীগ পরিচয়দানকারী কর্মীদের ভাষা ঠিক করে কথা বলার অনুরোধ করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ বসির উদ্দীন ও শাহ আলম প্রিন্সসহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এহেন আচরণে কর্মকর্তা কর্মচারীদের মাঝে ক্ষোভ লক্ষ্য করা যায়। আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) স্বপন কুমার কুন্ডু আরো জানান, তার দীর্ঘ চাকরী জীবনে এ ধরণের আচরণের শিকার হননি। তিনি এমন আচরণে মর্মাহত হয়েছেন বলেও জানান। বিষয়টি নিয়ে হাসপাতালের তত্বাবধায়ক ডা: আয়ূব আলী জানান, তিনি সাংবাদিকদের কাছ থেকে ঘটনাটি শুনেছেন। উপস্থিত একটি সূত্র জানায়, ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার যুবলীগ নামধারী যুবকরা এই আচরণ করেছেন।