আলমডাঙ্গার বিশিষ্ট প্রবীন ব্যবসায়ী আলহাজ্ব শেখ সামছুদ্দিন আহমেদের ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক
- আপলোড টাইম : ০৯:৩০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০১৬
- / ৫২২ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা মিয়া পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শেখ সামছুদ্দিন আহমেদ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না…রাজিউন। মৃতুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। জানা যায়, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম ও আলমডাঙ্গা উপজেলার সাবেক ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল জব্বারের পিতা আলহাজ্ব শেখ সামছুদ্দিন আহমেদ বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি তার মেজ ছেলে আমেরিকা প্রবাসী শেখ আব্দুল কাদের ভিসা দিলে স্বস্ত্রীক আমেরিকা ঘুরে আসে। এরপর থেকেই শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়েন। গতকাল কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকরা ঢাকায় রেফার্ড করেন। কিন্তু ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই কুষ্টিয়া সদর হাসপাতালে গতকাল বেলা ১১টায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে আলমডাঙ্গার বিভিন্ন মহলের লোক তাকে একনজর দেখতে তার মিয়াপাড়াস্থ বাসভবনে চলে আসে। তার মৃত্যুতে আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, আলমডাঙ্গা বণিক সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওরঙ্গজেব মোল¬া টিপু, সাবেক পৌর মেয়র আলহাজ্ব মীর মহি উদ্দিন, উপজেলা বিএনপির একাংশের সভাপতি শহিদুল কাউনাইন টিলু, অপরাংশের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান, পৌর বিএনপির একাংশের সভাপতি ইসরাফ হোসেন, অপরাংশের সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টু, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খ. হামিদুল ইসলাম আজম, বণিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব সমসের আলী মলি¬ক, বর্তমান সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ঘেটুসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন শোক প্রকাশ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাত ১০ টায় আলমডাঙ্গা দারুস সালাম প্রাঙ্গণে জানাযা শেষে দাফন কাজ সম্পন্ন হয়।