ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

৬৮ বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে কাছে চাঁদ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০১৬
  • / ৮৯৯ বার পড়া হয়েছে

ss-150928-supermoon-mbm-11_a89dd668aa88cc43e454b07af532aa1d.nbcnews-fp-1200-800প্রযুক্তি ডেস্ক: সোমবার (১৪ নভেম্বর) ৬৮ বছরের মধ্যে সবচেয়ে নিকট দূরত্বে চলে আসবে চাঁদ। নাসার হিসাব অনুযায়ী, ওই দিন পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে চাঁদের দূরত্ব হবে ২ লাখ ২১ হাজার ৫২৪ মাইল বা ৩ লাখ ৫৬ হাজার ৫০৮ কিলোমিটার। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারির পর মাঝের এতগুলো বছরে চাঁদ কখনো পৃথিবীর এত কাছে আসেনি। এ কারণে ওই দিন চাঁদকে স্বাভাবিক সময়ের তুলনায় বড় দেখাবে। পৃথিবীর কাছে চলে আসার কারণে চাঁদকে বড় দেখায় বলে বিজ্ঞানীরা একে ‘সুপারমুন’ বলে থাকেন। তবে এবার চাঁদকে ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে বলে তাকে ‘এক্সট্রা সুপারমুন’ বলা হচ্ছে। বেলা সাড়ে ১১টা নাগাদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ। দেড়টা নাগাদ পৃথিবী ও চাঁদ সমান্তরালে অবস্থান করবে। বিশেষ করে সূর্যাস্তের সময় এটি ভালোভাবে চোখে পড়বে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ব্রিটেন থেকে এই বিশেষ চাঁদ সূর্যাস্তের সময় সবচেয়ে ভালোভাবে চোখে পড়বে। তবে এজন্য ১৪ নভেম্বর রাতের আকাশ মেঘমুক্ত থাকতে হবে। আর যদি আকাশ মেঘলাও থাকে, তার পরের কয়েক দিনও সুপারমুন দেখা যাবে, বলে নাসা থেকে আশ্বাস দেওয়া হয়েছে। এবার কোনো কারণে ‘সুপারমুন’ দেখতে না পেলে ফের অপেক্ষা করতে হবে আরও ১৮ বছর। কারণ ২০৩৪-এর নভেম্বর মাসে ফের চাঁদ পৃথিবীর এত কাছে আসবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। সোমবারের সুপারমুনের ফলে সাগরের ঢেউ আরও উঁচু হবে, তবে এত উঁচু নয় যে, তার ফলে প্লাবন দেখা দিতে পারে। কথাটা বলার কারণ এই যে, ২০১১ সালে জাপানে ভূমিকম্প ও সুনামির জন্যও ‘সুপারমুন’-কে দোষী করা হয়েছিল। পরে নাসা-কে সেই অপবাদ খণ্ডন করতে হয়।

 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

৬৮ বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে কাছে চাঁদ

আপলোড টাইম : ০৯:২০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০১৬

ss-150928-supermoon-mbm-11_a89dd668aa88cc43e454b07af532aa1d.nbcnews-fp-1200-800প্রযুক্তি ডেস্ক: সোমবার (১৪ নভেম্বর) ৬৮ বছরের মধ্যে সবচেয়ে নিকট দূরত্বে চলে আসবে চাঁদ। নাসার হিসাব অনুযায়ী, ওই দিন পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে চাঁদের দূরত্ব হবে ২ লাখ ২১ হাজার ৫২৪ মাইল বা ৩ লাখ ৫৬ হাজার ৫০৮ কিলোমিটার। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারির পর মাঝের এতগুলো বছরে চাঁদ কখনো পৃথিবীর এত কাছে আসেনি। এ কারণে ওই দিন চাঁদকে স্বাভাবিক সময়ের তুলনায় বড় দেখাবে। পৃথিবীর কাছে চলে আসার কারণে চাঁদকে বড় দেখায় বলে বিজ্ঞানীরা একে ‘সুপারমুন’ বলে থাকেন। তবে এবার চাঁদকে ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে বলে তাকে ‘এক্সট্রা সুপারমুন’ বলা হচ্ছে। বেলা সাড়ে ১১টা নাগাদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ। দেড়টা নাগাদ পৃথিবী ও চাঁদ সমান্তরালে অবস্থান করবে। বিশেষ করে সূর্যাস্তের সময় এটি ভালোভাবে চোখে পড়বে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ব্রিটেন থেকে এই বিশেষ চাঁদ সূর্যাস্তের সময় সবচেয়ে ভালোভাবে চোখে পড়বে। তবে এজন্য ১৪ নভেম্বর রাতের আকাশ মেঘমুক্ত থাকতে হবে। আর যদি আকাশ মেঘলাও থাকে, তার পরের কয়েক দিনও সুপারমুন দেখা যাবে, বলে নাসা থেকে আশ্বাস দেওয়া হয়েছে। এবার কোনো কারণে ‘সুপারমুন’ দেখতে না পেলে ফের অপেক্ষা করতে হবে আরও ১৮ বছর। কারণ ২০৩৪-এর নভেম্বর মাসে ফের চাঁদ পৃথিবীর এত কাছে আসবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। সোমবারের সুপারমুনের ফলে সাগরের ঢেউ আরও উঁচু হবে, তবে এত উঁচু নয় যে, তার ফলে প্লাবন দেখা দিতে পারে। কথাটা বলার কারণ এই যে, ২০১১ সালে জাপানে ভূমিকম্প ও সুনামির জন্যও ‘সুপারমুন’-কে দোষী করা হয়েছিল। পরে নাসা-কে সেই অপবাদ খণ্ডন করতে হয়।