আলমডাঙ্গায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মানববন্ধন করায় মুক্তিযোদ্ধা কমান্ডের সংবাদ সম্মেলন
- আপলোড টাইম : ১২:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০১৬
- / ৩৮৫ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার ও উপজেলার সকল যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণ গতকাল এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, উপজেলার সকল যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ২০০৪ সালে মিলিটারী কম্বাইন হসপিটালের মাধ্যমে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সুনির্দিষ্ট যাচাই বাছায় করে পারসেন্টেন্স নির্ণয় করা হয়েছে এবং তারা নিয়োমিত ভাতা ও অন্যান্য সুবিধা পেয়ে থাকেন। সম্প্রতি সরকার সদয় হয়ে যুদ্ধাহতদের ভাতাও বৃদ্ধি করেছেন। এমতাবস্থায় কতিপয় মুক্তিযোদ্ধা তন্মধ্যে এম সবেদ আলী ও শেখ কোরবান আলীর নেতৃত্বে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধন করেছে যা স্থানীয় পত্রপত্রিকায় ও বিভিন্ন টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়েছে। যাতে করে মুক্তিযোদ্ধাদের ভারমুর্তি ক্ষুন্নসহ বিভেদ সৃষ্টির অপচেষ্টা করা হয়েছে। প্রকৃত ঘটনা- ইতোপূর্বে এম সবেদ আলী ও শেখ কোরবান আলী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হওয়ার জন্য বার বার চেষ্টা করেও ব্যর্থ হয়ে প্রতিহিংসা চরিতার্থ করার নিমিত্তে মিথ্যা মানববন্ধন করে বীর যুদ্ধাহত ও সমস্ত বীর মুক্তিযোদ্ধাদেরকেও হেও প্রতিপন্ন করেছে যা মুক্তিযোদ্ধাদের জন্য দূর্ভাগ্যজনক। সরকারিভাবে যাচাই বছায় যখন চলমান তখন এ জাতীয় মানববন্ধন কেন এবং কী ব্যাপারে মুক্তিযোদ্ধাদের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তিনি আরও জানান, মানববন্ধনের সময় সরকারি মুক্তিযোদ্ধা কমপে¬ক্স ভবনের সম্মুখ অংশ ব্যবহার করা হয়েছে যা মুক্তিযোদ্ধা কমান্ডার জ্ঞান নন এবং এ ব্যপারে কোন দায়ভার কমান্ডার গ্রহণ করে না। এছাড়াও সম্মানি বীর মুক্তিযোদ্ধা কমান্ডারকে জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে তিনি এই মানববন্ধনের পিছনে রয়েছেন এ ব্যাপারে সকল যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসাবে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।