আজ আজিজুর রহমানের মালিকের ১৭তম মৃত্যুবার্ষিকী
- আপলোড টাইম : ১২:২৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০১৬
- / ৪৪৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিকের পিতা দর্শনা কেরু এ্যাড কোম্পানীর সাবেক উর্ধতন কর্মকর্তা আজিজুর রহমান মালিকের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০০সালে ১২ই নভেম্বর এইদিনে তিনি হার্টষ্টোক করে মারা যান। মৃত্যুকালে তিনি ৭ছেলে ও ১মেয়ে রেখে গেছেন। দর্শনা শ্যামপুর মলিল্লকপাড়ার সম্ভন্ত্র মল্লি¬ক পরিবারে জন্মগ্রহন করেন। তার বাবা মৃত জেহের আলি মল্লিক ও মাতা মৃত খাদিজা বেগমের ঘরে জন্ম হয় তার। আজিজুর রহমান মালিক ওরফে আজিবার মল্লিকের মৃত্যুবার্ষিকীতে তার সন্তানেরা বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে। ১৯৬৫ সালে চাকুরীর সুবাদে তিনি চুয়াডাঙ্গা শহরের বসবাস শুরু করেন। এরপর মোামিনপুর নীলমনিগন্জ ইক্ষু সেন্টারে সিডিএ হিসেবে দায়িত্বপালনকালে আমিরপুরে বসবাস শুরু করেন। পরবর্তীতে চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ায় স্থায়ী বসবাস শুরু করেন। মরহুমের ছেলে দর্শনা কেরু এ্যাড কোম্পানীর অবসরপ্রাপ্ত উর্ধতন কর্মকর্তা ও বিশিষ্ট রাজনীতিক আনোয়ারুল হক মালিক, হাজী হাফেজ মাওলানা আব্দুস শুকুর মালিক ও সাংবাদিক হুসাইন মালিক গুলশানপাড়ায় বসবাসরত আছেন। মরহুমের ইচ্ছা অনুযায়ী আমিরপুর মসজিদের পাশেই তাকে সমাহিত করা হয়। পিতার আত্মার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন মরহুমের সন্তানেরা।