আলমডাঙ্গা ছত্রপাড়ায় সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
- আপলোড টাইম : ১২:১১:১২ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০১৬
- / ৪০৭ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: গতকাল দৈনিক সময়ের সমিকরণ পত্রিকায় আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামে ৬৫ বিঘা সরকারি খাসজমির ধান কাটাকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে আহত ৫ সংবাদটি প্রকাশের পর আলমডাঙ্গা প্রশাসন এ ব্যাপারে অত্র এলাকায় যারা এই জমি সংক্রান্ত ব্যাপারে জড়িত ব্যক্তিদের আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা করতে অনুরোধ জানান। এরই প্রেক্ষিতে গতকাল আলমডাঙ্গা ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া স্কুল প্রাঙ্গণে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাউকি ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেন। ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খবির উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, কৃষকলীগ নেতা এমদাদ হোসেন, আরিফুল মেম্বার, শরিফুল গ্র“পের নেতা নাজিম উদ্দিনসহ উভয় গ্রুপের ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এসময় অত্র অঞ্চলে ১০ সদস্য বিশিষ্ট একটি অপরাধ প্রতিরোধ কমিটি গঠন করা হয়। এছাড়াও যারা গত বছর জমির দখলে ছিল তাদের হটিয়ে যারা ধান লাগিয়েছে তাদেরকে এবছর ধান কেটে নেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়। তবে প্রতিবিঘা জমিতে ছত্রপাড়া মসজিদ ও অভয়নগর মসজিদের সহায়তায় ১ মন করে ধান দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে আগামী বছর থেকে যাদের জমি দখলে ছিল তারা ধান লাগাবে। বর্তমানে যারা আছে, তারা এই জমির কাছে যাবে না এই মর্মে সিদ্ধান্ত হয়।