পৌর মেয়র জিপু চৌধূরীর পোস্টার ছেড়া নিয়ে উত্তপ্ত চুয়াডাঙ্গা শহর যে কোন মূহুর্তে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন তৎপর : আশঙ্কায় সচেতনমহল
- আপলোড টাইম : ০২:৪৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০১৬
- / ৪২৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের প্রিন্সপ্লাজা মার্কেটের পাশে অবস্থিত প্রধান ডাক ঘরের সামনে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধূরী জিপুর পোস্টার ও ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে শহর উত্তপ্ত। যে কোন মুর্হুতে বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটার আংশকা করছে চুয়াডাঙ্গা শহরবাসী। পুলিশ ঘটনাস্থলে পৌছাঁনোর আগেই ফেস্টুন ছেড়া দূর্বৃত্ত্বরা পালিয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা সাংবাদিকদের জানান, গতকাল সন্ধ্যার দিকে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অনিক জোয়ার্দ্দারের লোকজন মেয়র ওবায়দুর রহমান চৌধূরী জিপুর ১৫ আগস্ট শোক দিবসের পোস্টার ছিড়তে থাকে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি সংবলিত মেয়র জিপুর চৌধুরীর ফেস্টুন এইভাবে অসম্মান করা দেখে আমরাও হতবাক হয়েছি। এবিষয়ে সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, পোস্টার ছেড়ার সংবাদ পেয়ে ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে কাউকে পাওয়া যায়নি। পোস্টার ছেড়ার তেমন আলামত পাওয়া যায়নি। তবে শহরের সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কাউকে ছাড় দেবে না। এবিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অনিক জোয়ার্দ্দার ও মেয়র ওবায়দুর রহমান চৌধূরী জিপুর সাথে কথা বলার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি। শহরবাসীর ধারণা একটি কুচক্রি মহল মেয়র জিপু চৌধূরী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অনিক জোয়ার্দ্দারের কর্মিদের মধ্যে সংঘর্ষ বাধানোর চেষ্টায় লিপ্ত আছে। এই দু’পক্ষের নেতাকর্মিদের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে আলোচনায় বসার অনুরোধ করেছে সচেতন মহল।