বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যুদ্ধবিরতির ঘোষণা যেভাবে এলো

  • আপলোড তারিখঃ ২৫-০৬-২০২৫ ইং
যুদ্ধবিরতির ঘোষণা যেভাবে এলো


দীর্ঘ ১২ দিনের সংঘর্ষের পর ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনিই প্রথম যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে হঠাত্ করে কীভাবে তিনি এই ঘোষণা দিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে, মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প এবং কাতারের প্রধানমন্ত্রী দুই দেশকে যুদ্ধবিরতিতে রাজি করাতে কাজ করেন।


নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউজের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের যুদ্ধবিরতির প্রসঙ্গ তোলেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর তার প্রশাসনের অন্য কর্মকর্তারা ইরানের সঙ্গে কথা বলেন বলেও ঐ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ঐ কর্মকর্তা ব্যাখ্যা করেছেন, ইসরাইল এই শর্তে যুদ্ধবিরতি মেনে চলতে রাজি হয়েছে যে ইরান নতুন আক্রমণ শুরু করবে না। তেহরান চুক্তিটি মেনে চলার ইচ্ছা প্রকাশ করেছে বলে ঐ একই সূত্র জানিয়েছে। তিনি উল্লেখ করেছেন যে ইরানি পক্ষের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যোগাযোগ হয়েছে এবং এতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের অংশগ্রহণ ছিল। এর আগে সোমবারই জানা যায় যে ইসরাইল যুদ্ধ বন্ধ করতে রাজি, এই বার্তা ইরানকে দেওয়া হয়েছে।


ইসরাইল এবং ইরান প্রায় একইসঙ্গে তার কাছে এসেছিল এবং বলেছিল, ‘শান্তি’; এই মুহূর্তে আমি জানতাম এখন সময়- ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন ট্রাম্প। তিনি যে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন তার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, বিশ্ব এবং মধ্যপ্রাচ্যই আসল জয়ী। উভয় জাতিই তাদের ভবিষ্যতে অসাধারণ ভালোবাসা, শান্তি এবং সমৃদ্ধি দেখতে পাবে। ইরান-ইসরাইল যুদ্ধবিরতি নিশ্চিত করতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি সাহায্য করেছেন। এই আলোচনার সঙ্গে যুক্ত কয়েক জন কর্মকর্তা   মার্কিন সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, কাতারসহ এই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান হামলা চালানোর পর, ইরানের কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রস্তাবের বিষয়ে ফোনে কথা বলে কাতার। -বিবিসি



কমেন্ট বক্স
notebook

নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তাহীন দত্তনগর হাইস্কুল