বুধবার, ১৬ জুলাই, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইউক্রেনের পুরোটাই রাশিয়ার :পুতিন

জেলেনস্কির কড়া নিন্দা
  • আপলোড তারিখঃ ২২-০৬-২০২৫ ইং
ইউক্রেনের পুরোটাই রাশিয়ার :পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, ইউক্রেনের পাঁচ ভাগের এক ভাগ ভূখণ্ড এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। ক্রিমিয়ারও দখল নিয়েছে রাশিয়া। তার দাবি পুরো ইউক্রেনই রাশিয়ার। তার এমন দাবির কড়া নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ‘ইউক্রেন রাশিয়ার’ লুহানস্ক অঞ্চলের ৯৯ শতাংশ, ডোনেৎস্ক অঞ্চলের ৭০ শতাংশ, জাপোরিঝঝিয়া, খেরসন অঞ্চল, খারকিভের কিছু অংশ, সুমি, ডিনিপ্রপেট্রোভস্ক অঞ্চলও রাশিয়া নিয়ন্ত্রণ করছে। গত শুক্রবার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে প্রেসিডেন্ট পুতিনকে প্রশ্ন করা হয়েছিল, ইউক্রেনে আর কতটা এগোবে রাশিয়া? জবাবে পুতিন জানান, রুশ এবং ইউক্রেনীয়দের তিনি একই মনে করেন।  তার কথায়ম সেই সূত্রে ইউক্রেনের পুরোটাই আমাদের। ইউক্রেনের প্রেসিডেন্ট প্রথম থেকেই পুতিনের এই দাবি খারিজ করে আসছেন। তিনি বারবার দাবি করেছেন, রুশ এবং ইউক্রেনীয়রা কখনোই এক নন। ক্রিমিয়া এবং ইউক্রেনের অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করার যে দাবি রাশিয়া তুলেছে, তাকেও অবৈধ বলে জানিয়েছে কিয়েভ এবং তার পশ্চিমা মিত্ররা। পুতিন শুক্রবার জানান, ইউক্রেনের স্বাধীনতা নিয়ে তিনি প্রশ্ন তুলতে চান না। কিন্তু ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে ইউক্রেন যখন নিজেদের স্বাধীনতা ঘোষণা করেন, তখন তারা নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছিল। পুতিনের দাবি, ইউক্রেন সেই নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি। মনে করা হচ্ছে, ইউক্রেনের ন্যাটোতে যোগদান এবং আমেরিকা ও পশ্চিম ইউরোপের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠতাকেই ইঙ্গিত করেছেন পুতিন। তিনি একটি প্রবাদ প্রবচনের কথাও উল্লেখ করেছেন। তার কথায়, আমাদের এখানে কথিত রয়েছে, ‘যেখানে রুশ সেনার পা পড়ে, সেটাই আমাদের।’ এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, ‘আমেরিকা শান্তি ফেরানোর জন্য যে চেষ্টা করছে, তার প্রতি অবজ্ঞাই প্রকাশ করে পুতিনের এই মন্তব্য। তিনি জানিয়েছেন, যখন আমেরিকা এবং দুনিয়ার অন্য দেশ যুদ্ধ বন্ধ করতে চাইছে, তখন রাশিয়া ইউক্রেনের আরো জমি দখল করতে, ইউক্রেনীয়দের খুন করতে উদ্যোগী হয়েছে। জেলেনস্কি ভিডিওবার্তায় জানিয়েছেন, রাশিয়া আসলে যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে চায়।


জয়ের লড়াই শেষ হলো ড্র দিয়ে

সমীকরণ প্রতিবেদন:

চতুর্থ দিন শেষেও বাংলাদেশ আত্মবিশ্বাসী ছিল যে ম্যাচটি জিততে পারবে তারা। কারণ ম্যাচের বেশির ভাগ সময়ই চালকের আসনে ছিলেন টাইগাররা। অন্যদিকে লঙ্কানদেরও কড়া হুঁশিয়ারি—শান্তরা যত রানই লক্ষ্য দাঁড় করুক তারা সেটি তাড়া করে জয় তুলে নিতে প্রস্তুত। তবে গলের শেষ দিনে দুই দলের মধ্যে তৃতীয় প্রতিপক্ষ হিসেবে হাজির হয় বৃষ্টি। তার সঙ্গে লুকোচুরি করেই ম্যাচের ফলাফল হয়েছে ড্র। দীর্ঘ এক যুগ ও ২৬ টেস্ট পর গলে এই প্রথম জিততে পারেনি কোনো দল। এখানে সবশেষ ড্রয়ের দেখা মিলেছিল ২০১৩ সালে। সেই ম্যাচও ছিল বাংলাদেশ-শ্রীলঙ্কার। এছাড়া এখন পর্যন্ত গলে ৪৫ ম্যাচের ৭টি ড্র হয়েছে। তার মধ্যে দুটি ম্যাচই বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশ পঞ্চম দিন শুরু করে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে। তবে প্রায় তিন ঘণ্টার বৃষ্টিবিঘ্নিত দিনে খেলা চলেছে অনিয়মিতভাবে। মধ্যাহ্নভোজের বিরতির পর মাত্র ৫ রানের ব্যবধানে দুটি উইকেট হারান টাইগাররা—লিটন দাস (৩) ও জাকের আলী অনিক (২)। দুজনকেই ফিরিয়ে দেন থারিন্দু রত্নায়েকে। তবে ব্যাট হাতে চমৎকার দৃঢ়তা দেখান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে নিয়ে টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে দুই ইনিংসেই শতক করা ১৬তম ক্রিকেটার হয়েছেন তিনি। বাংলাদেশের ক্রিকেটে এই কীর্তি এই প্রথম। শান্ত অপরাজিত থাকেন ১৯৯ বলে ১২৫ রানে, মারেন ৯ চার ও ৩ ছক্কা। ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ, লঙ্কানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯৬ রানের। শ্রীলঙ্কার সামনে তখন এক সেশন ও কিছুটা সময়। তাড়াহুড়ো করতে গিয়ে তারা শুরুতেই চাপে পড়ে। ৮ ওভারেই হারায় ২ উইকেট, উদারাকে স্টাম্পিংয়ে ফেরান তাইজুল, আর পাথুম নিশাংকা (২৪) ফেরেন শান্তর হাতে ক্যাচ দিয়ে, বোলার নাঈম হাসান। চা বিরতির পর আরও এক ধাক্কা ম্যাথিউস ফেরেন মাত্র ৮ রান করে, ক্যাচ নেন মুমিনুল, বোলার তাইজুল। এই টেস্ট ছিল লঙ্কানদের হয়ে তার ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ। ১১৮ ম্যাচে ৮১৬৭ রান নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এই অভিজ্ঞ ব্যাটার। এরপর চান্দিমালকেও বোল্ড করে দেন তাইজুল। তবে এরপর আর উইকেট নিতে পারেনি বাংলাদেশ। কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা শেষ পর্যন্ত ১২ রান করে অপরাজিত থাকেন। ৮ ওভার বাকি থাকতে দুই অধিনায়ক মিলে ড্র মেনে নেন ম্যাচ। এর আগে প্রথম ইনিংসে শান্ত ও মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশ তোলে ৪৯৫ রান। জবাবে পাথুম নিশাংকার সেঞ্চুরিতে লঙ্কানরা তোলে ৪৮৫। ১০ রানের লিড পেয়ে বাংলাদেশ লঙ্কানদের ব্যাকফুটে নিতে চাইলেও শেষ বাধা হয়ে দাঁড়ায় প্রকৃতি।




কমেন্ট বক্স
notebook

নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তাহীন দত্তনগর হাইস্কুল