ইপেপার । আজ সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

মেহেরপুরে মাদক মামলায় দুই যুবকের কারাদন্ড

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০১৬
  • / ৩৯৪ বার পড়া হয়েছে

Meherpur News Pic 1

মেহেরপুর অফিস: মেহেরপুরে একটি মাদক মামলায় ধনি আলী (৩০) ও সাজু মিয়া (৩২) নামের দুই মাদক ব্যবসায়ীর ৪ বছর করে জেল দিয়েছে আদালত। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতে বিচারক চৌধুরী মাহাবুবুর রহমান এ আদেশ দেন। একই সঙ্গে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে জেল দেওয়া হয়েছে। দন্ডাদেশপ্রাপ্ত ধনী আলী ও সাজু মিয়া জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের আনোয়ার আলী ও বজলুর রহমানের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ৮ আগষ্ট দুপুরের দিকে গাংনী থানা পুলিশের একটি দল একই উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে ৯২ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে। এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা দায়ের হয়। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ দাখিল করেন। মামলায় ৮ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর মিনা পাল এবং আসামী পক্ষে আতাউল হক আইনজীবীর দায়িত্ব পালন করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে মাদক মামলায় দুই যুবকের কারাদন্ড

আপলোড টাইম : ০৯:০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০১৬

Meherpur News Pic 1

মেহেরপুর অফিস: মেহেরপুরে একটি মাদক মামলায় ধনি আলী (৩০) ও সাজু মিয়া (৩২) নামের দুই মাদক ব্যবসায়ীর ৪ বছর করে জেল দিয়েছে আদালত। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতে বিচারক চৌধুরী মাহাবুবুর রহমান এ আদেশ দেন। একই সঙ্গে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে জেল দেওয়া হয়েছে। দন্ডাদেশপ্রাপ্ত ধনী আলী ও সাজু মিয়া জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের আনোয়ার আলী ও বজলুর রহমানের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ৮ আগষ্ট দুপুরের দিকে গাংনী থানা পুলিশের একটি দল একই উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে ৯২ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে। এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা দায়ের হয়। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ দাখিল করেন। মামলায় ৮ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর মিনা পাল এবং আসামী পক্ষে আতাউল হক আইনজীবীর দায়িত্ব পালন করেন।