দর্শনা কাঁচামাল পট্টি থেকে ডিসকভারী মোটরসাইকেল চুরি
- আপলোড তারিখঃ ১৯-১০-২০১৭ ইং
দর্শনা অফিস: দর্শনা পৌর শহরের রেলবাজার কাঁচামাল আড়ৎ পট্টির সামনে থেকে দুঃসাহসিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। মোটরসাইকেল চুরির ঘটনায় মালিক কেরু মিলপাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে মোজাম্মেল হকের ব্যবহারিত লাল রঙের ১৩৫ সিসির একটি ডিসকভারী মোটরসাইকেল গতকাল রাত পৌনে ৮টার দিকে চুরি হয়ে গেছে।
মোটরসাইকেল মালিক মোজাম্মেল হক জানায়, রাত পৌনে ৮টার দিকে নিজের লাল রং এর ১৩৫ সিসি ডিসকভারী মোটরসাইকেল যার ইঞ্জিন নং-jngbrf ৮২৮২২ ও চেসিস নং-md2dsjnzzrcf ২৪৬৫০ গাড়িটি দর্শনা রেলবাজারের নজরুল স্টোর সংলগ্ন কাঁচামালের আড়ৎ-এর সামনে গাড়িটি রেখে আড়ৎ থেকে আলু কিনছিলাম। আলু কিনে টাকা পরিশোধ করে পিছনে তাকালে দেখি আমার মোটরসাইকেটি নেই। আশপাশ অনেক খোঁজাখুঁজির পর মোটরসাইকেলটি না পেয়ে নিশ্চিত হয় চুরি হয়ে গেছে।
কমেন্ট বক্স