সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আজ থেকে সৌদিতে জিলহজ মাস শুরু। দেশটিতে আগামী ৫ জুন পবিত্র হজ পালন হবে এবং ৬ জুন ঈদুল আজহা উদ্যাপিত হবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যাওয়ার তথ্য দিয়েছে খালিজ টাইমস ও গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, দেশটির তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জিলহজের চাঁদ দেখা গেছে। ৬ জুন শুধু সৌদি আরবেই নয়, ইন্দোনেশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাতেও একই দিনে ঈদুল আজহা উদযাপন করা হবে। তবে মালয়েশিয়া ও ব্রুনেইতে কোরবানির ঈদ উদযাপন হবে ৭ জুন। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ হয়। চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ঈদের ঘোষণা আসবে।
সাধারণত চাঁদ দেখাসাপেক্ষে সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়। তাই এবার দেশে ৭ জুন কুরবানির ঈদ হতে পারে। ঈদুল আজহা বা ‘কুরবানির ঈদ’ হলো মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। হজ পালনকারীরা জিলহজ মাসে পবিত্র মক্কায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন, যার চূড়ান্ত দিনগুলোর মধ্যে ঈদুল আজহার দিনটি অন্যতম।
এই দিনটি স্মরণ করিয়ে দেয় হজরত ইব্রাহিম (আ.)-এর সেই মহান আত্মত্যাগ, যেখানে তিনি আল্লাহর আদেশে নিজের প্রিয় পুত্রকে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। ঈদুল আজহার দিনে মুসলমানরা নামাজ আদায় করেন, কুরবানি দেন, আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন এবং দরিদ্রদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই উৎসবটি বিশ্বব্যাপী মুসলমানদের জন্য ত্যাগ, শ্রদ্ধা, ঐক্য ও দানশীলতার