সোমবার, ২৩ জুন, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রাশিয়ার সঙ্গে ২০ বছরের কৌশলগত চুক্তি অনুমোদন ইরানের পার্লামেন্টে

  • আপলোড তারিখঃ ২২-০৫-২০২৫ ইং
রাশিয়ার সঙ্গে ২০ বছরের কৌশলগত চুক্তি অনুমোদন ইরানের পার্লামেন্টে

পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রাশিয়ার সঙ্গে ২০ বছর মেয়াদি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। ইরনা নিউজ এজেন্সি জানিয়েছে, পার্লামেন্টে উপস্থিত ২১২ জন সদস্যের মধ্যে ১৯১ জন ভোটে চুক্তিটি অনুমোদন পায়। এতে ৮ জন বিপক্ষে ভোট দিয়েছেন এবং ৩ জন ভোটদানে বিরত ছিলেন। গত জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই চুক্তিটি সই হয়। এরপর গত মাসে রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলির নিম্নকক্ষ স্টেট ডুমা এটি অনুমোদন করে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মস্কো সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই চুক্তিটি সই করেন। পুতিন চুক্তিটিকে ‘যুগান্তকারী দলিল’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে পেজেশকিয়ান বলেছেন, এটি ‘সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় সূচনা করবে’। বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তি দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে আরও সুসংহত করেছে। রাশিয়া ও ইরান উভয় দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে এবং তাদের কূটনৈতিক ও অর্থনৈতিক নীতিগুলো ক্রমবর্ধমানভাবে সমন্বয় করছে। ইরান তার পরমাণু কর্মসূচি সম্পর্কে পশ্চিমা উদ্বেগ দূর করতে একটি নতুন চুক্তির সন্ধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চার দফা আলোচনা করেছে। উভয়পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হলেও পরবর্তী দফায় বসার জন্য কোনো তারিখ বা স্থান নির্ধারণ করা হয়নি। 



কমেন্ট বক্স