ইপেপার । আজ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন জাহিদ-রাজুর স্বাধীনতা প্যানেল বিজয়ী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০১৬
  • / ৬৮১ বার পড়া হয়েছে

IMG_20161105_222538আকিমূল ইসলাম: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন গতকাল শনিবার খুবই শুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। অত্র নির্বাচনে তিনটি প্যানেলে ১৩ টি প্রার্থী এবং ১জন সতন্ত্র  প্রার্থী হিসেবে যোগ দেন। প্যানেল তিনটি হলো জাহিদ- রাজু  স্বাধীনতা  প্যানেল,   মতিন প্যানেল ও মতিয়ার- হাসানের জোনাকি পোকা প্যানেল তবে সবচেয়ে বেশি ভোট পেয়ে দুই প্যানেলকে পিছনে ফেলে জয়ের মালা গলাই পরালেন জাহিদ-রাজু প্যানেলের বীর মুক্তিযোদ্ধা ও খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি তিতুদহ ইউপির সাবেক চেয়ারম্যান  বিশিষ্ঠ সমাজ সেবক মৃত সাইদুর রহমান ছাব্দারের সুযোগ্য পুত্র শফিকুজ্জামান রাজু মাষ্টার।  জাহিদ-রাজু প্যানেলের সাধারন অভিভাবক সদস্য প্রার্থী হিসেবে মোটরসাইকেল মার্কা নিয়ে  সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্রাচিত হয়েছে।  হাফিজুর রহমান ৩৩৮টি, মই মার্কা নিয়ে কুতুব উদ্দীন ৩৩১টি,  আব্দুল¬াহ মোরগ মার্কা নিয়ে ৩২২টি,  মাছ মার্কা নিয়ে শ্রী সুশান্ত কর্মকার পেয়েছে ২৫৪টি ভোট ও  অত্র প্যানেলের সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবেও ১ম স্থান অধিকারি হিসেবে  নির্বাচিত হয়েছে হাতপাখা নিয়ে শ্রীমতি আল্পনা রানী ৩৩২টি ভোট। আবার মতিন প্যানেলের ফুটবল মার্কা নিয়ে কামাল হোসেন পেয়েছে ২০৩টি ভোট,  কলস মার্কা নিয়ে মোশাররফ হোসেন ১৯২টি,  ছাতা মার্কা আঃ আলিম ২৩৬টি, আম মার্কা নিয়ে মশিয়ার রহমান ১৯১টি ভোট ও সংরক্ষিত মহিলা টিউবওয়েল মার্কা নিয়ে শিরিনা খাতুন পেয়েছে ২০৭টি ভোট। এদিকে জোনাকি প্যানেলের তিনটি প্রার্থীর মধ্যে  আনারস মার্কা নিয়ে আতিয়ার রহমান পেয়েছে ৭০টি ভোট, চেয়ার মার্কা সিরাজুল ইসলাম পেয়েছে ৫৭টি,  ও  সংরক্ষিত মহিলা গরুর গাড়ি মার্কা নিয়ে রেহেনা বেগম পেয়েছে ৬৭টি ভোট।  আবার সতন্ত্র প্রার্থী আবুছদ্দিন মন্ডল খেজুর গাছ মার্কা নিয়ে পেয়েছে মাত্র ২টি ভোট , শুধু তাইই নয় শিক্ষকদের মধ্যেও  নির্বাচন অনুষ্ঠিত হয় তবে এখানেও  সব প্যানেলকে ফেলে এগিয়ে গেছে জাহিদ-রাজুর স্বাধীনতা  প্যানেলের তুহিন মাষ্টার। সকাল ৮টা থেকে শুরু হয় নির্বাচনের সকল কাজ। সকল  অভিভাবক বা ভোটারবৃন্দ সকাল থেকে আসতে থাকে ভোট কেন্দ্রে এবং অতি নিরাবতার মাধ্যমে ভোট দান করেচলে যান।   অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ৭০৭ জন অভিভাবক ভোটার থাকলেও ভোট পোল হয়েছে ৬৭৭টি  তবে মহিলা সংরক্ষিত মহিলা আসনের ৭৯টি ও পুরুষ ভোট মিলে মোট ১শতের অধিক  বাতিলের খবর পাওয়া গেছে। প্রত্যেক প্যানেল থেকে মোট তিনটি করে এজেন্ট এবং উপজেলা প্রিজাইডিং অফিসার দ্বারা নির্বাচনের সকল কার্য  সম্পন্ন করা হয়। ভোট গননা শেষ হলে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত প্রিজাইডিং ম্যানেজিং কমিটির গঠন ও চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা  অফিসার মোঃ আব্দুল মতিন নির্বাচনের ফলাফল প্রকাশ করে।  নির্বাচনে বিজয়ী লাভ করে স্বাধীনতা প্যানেলের যেন আনন্দের কোন শেষ নেই।  রাজু মাষ্টার বলেন এই বিদ্যালয় আমাদের সকলের আমরাই এর সুন্দরভাবে পরিচালনা করবো।  বিদ্যালয় পরিচালনায় কোন কমতি থাকবেনা তবে অন্যদের চেয়ে এবার কিছুটা হলেও উন্নতি সাধন করতে পারবো ইনশাহ্ আল¬াহ্।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন জাহিদ-রাজুর স্বাধীনতা প্যানেল বিজয়ী

আপলোড টাইম : ০৮:৪৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০১৬

IMG_20161105_222538আকিমূল ইসলাম: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন গতকাল শনিবার খুবই শুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। অত্র নির্বাচনে তিনটি প্যানেলে ১৩ টি প্রার্থী এবং ১জন সতন্ত্র  প্রার্থী হিসেবে যোগ দেন। প্যানেল তিনটি হলো জাহিদ- রাজু  স্বাধীনতা  প্যানেল,   মতিন প্যানেল ও মতিয়ার- হাসানের জোনাকি পোকা প্যানেল তবে সবচেয়ে বেশি ভোট পেয়ে দুই প্যানেলকে পিছনে ফেলে জয়ের মালা গলাই পরালেন জাহিদ-রাজু প্যানেলের বীর মুক্তিযোদ্ধা ও খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি তিতুদহ ইউপির সাবেক চেয়ারম্যান  বিশিষ্ঠ সমাজ সেবক মৃত সাইদুর রহমান ছাব্দারের সুযোগ্য পুত্র শফিকুজ্জামান রাজু মাষ্টার।  জাহিদ-রাজু প্যানেলের সাধারন অভিভাবক সদস্য প্রার্থী হিসেবে মোটরসাইকেল মার্কা নিয়ে  সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্রাচিত হয়েছে।  হাফিজুর রহমান ৩৩৮টি, মই মার্কা নিয়ে কুতুব উদ্দীন ৩৩১টি,  আব্দুল¬াহ মোরগ মার্কা নিয়ে ৩২২টি,  মাছ মার্কা নিয়ে শ্রী সুশান্ত কর্মকার পেয়েছে ২৫৪টি ভোট ও  অত্র প্যানেলের সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবেও ১ম স্থান অধিকারি হিসেবে  নির্বাচিত হয়েছে হাতপাখা নিয়ে শ্রীমতি আল্পনা রানী ৩৩২টি ভোট। আবার মতিন প্যানেলের ফুটবল মার্কা নিয়ে কামাল হোসেন পেয়েছে ২০৩টি ভোট,  কলস মার্কা নিয়ে মোশাররফ হোসেন ১৯২টি,  ছাতা মার্কা আঃ আলিম ২৩৬টি, আম মার্কা নিয়ে মশিয়ার রহমান ১৯১টি ভোট ও সংরক্ষিত মহিলা টিউবওয়েল মার্কা নিয়ে শিরিনা খাতুন পেয়েছে ২০৭টি ভোট। এদিকে জোনাকি প্যানেলের তিনটি প্রার্থীর মধ্যে  আনারস মার্কা নিয়ে আতিয়ার রহমান পেয়েছে ৭০টি ভোট, চেয়ার মার্কা সিরাজুল ইসলাম পেয়েছে ৫৭টি,  ও  সংরক্ষিত মহিলা গরুর গাড়ি মার্কা নিয়ে রেহেনা বেগম পেয়েছে ৬৭টি ভোট।  আবার সতন্ত্র প্রার্থী আবুছদ্দিন মন্ডল খেজুর গাছ মার্কা নিয়ে পেয়েছে মাত্র ২টি ভোট , শুধু তাইই নয় শিক্ষকদের মধ্যেও  নির্বাচন অনুষ্ঠিত হয় তবে এখানেও  সব প্যানেলকে ফেলে এগিয়ে গেছে জাহিদ-রাজুর স্বাধীনতা  প্যানেলের তুহিন মাষ্টার। সকাল ৮টা থেকে শুরু হয় নির্বাচনের সকল কাজ। সকল  অভিভাবক বা ভোটারবৃন্দ সকাল থেকে আসতে থাকে ভোট কেন্দ্রে এবং অতি নিরাবতার মাধ্যমে ভোট দান করেচলে যান।   অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ৭০৭ জন অভিভাবক ভোটার থাকলেও ভোট পোল হয়েছে ৬৭৭টি  তবে মহিলা সংরক্ষিত মহিলা আসনের ৭৯টি ও পুরুষ ভোট মিলে মোট ১শতের অধিক  বাতিলের খবর পাওয়া গেছে। প্রত্যেক প্যানেল থেকে মোট তিনটি করে এজেন্ট এবং উপজেলা প্রিজাইডিং অফিসার দ্বারা নির্বাচনের সকল কার্য  সম্পন্ন করা হয়। ভোট গননা শেষ হলে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত প্রিজাইডিং ম্যানেজিং কমিটির গঠন ও চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা  অফিসার মোঃ আব্দুল মতিন নির্বাচনের ফলাফল প্রকাশ করে।  নির্বাচনে বিজয়ী লাভ করে স্বাধীনতা প্যানেলের যেন আনন্দের কোন শেষ নেই।  রাজু মাষ্টার বলেন এই বিদ্যালয় আমাদের সকলের আমরাই এর সুন্দরভাবে পরিচালনা করবো।  বিদ্যালয় পরিচালনায় কোন কমতি থাকবেনা তবে অন্যদের চেয়ে এবার কিছুটা হলেও উন্নতি সাধন করতে পারবো ইনশাহ্ আল¬াহ্।