চুয়াডাঙ্গায় বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা দিলেন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ
- আপলোড টাইম : ০২:১৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০১৬
- / ৫০৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিদায়ী পুলিশ সুপার রশীদুল হাসানকে বিদায় সংবর্ধনা দিয়েছে চুয়াডাঙ্গায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সিনিয়র সাংবাদিক জেড আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনার অনুষ্ঠানের শুরুতেই অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গতকাল রাতে পুরাতন সাহিত্য পরিষদের পাশে অবস্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের হলরুমে এক অনাড়ম্বর পরিবেশে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপস্থিত সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের পক্ষে যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিম ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি খায়রুল বাশার পুলিশ সুপার রশীদুল হাসানকে ফুলের তোড়া তুলে দিয়ে সংবর্ধিত করেন। পুলিশ সুপার রশীদুল হাসান বক্তব্য রাখতে গিয়ে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েন। চুয়াডাঙ্গায় তিন বছরের ঘটে যাওয়া অনেক বিষয়ে স্মৃতিচারণ করেন তিনি। বলেন চেষ্টা করেছি চুয়াডাঙ্গাবাসীকে ভালো রাখার। তবে, এ ক্ষেত্রে সফল হবার পিছনে চুয়াডাঙ্গাবাসীর সহযোগিতায় ছিলো সর্বাগ্রে বলে তিনি উল্লেখ করেন। আলোচনায় সাংবাদিকদেরও ভূয়ষী প্রশাংসা করেন এবং তিনি সাংবাদিকদের সহযোগিতার জন্যই চুয়াডাঙ্গা আজ শান্ত রয়েছে উল্লেখ করে এই পরিস্থিতি ধরে রাখতে বিগত দিনের মতই নতুন পুলিশ সুপারকে সহযোগিতার আহ্বান জানান। প্রবীন সাংবাদিক আনোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক শাহার আলী, সিনিয়র কালেরকন্ঠ ও ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি মানিক আকবর, বৈশাখী টিভির প্রতিনিধি মরিয়ম শেলী ও বাংলাদেশ টেলিভিশন প্রতিনিধি রাজন রাশেদ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বক্তরা, চুয়াডাঙ্গার আইন শৃংখলা উন্নয়নে পুলিশ সুপার তিন বছরে নেওয়া পদক্ষেপগুলো জেলাবাসী আজীবন স্মরণ করবে এবং চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচন এখন বাংলাদেশের রোল মডেল বলে উল্লেখ করেন। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে পুলিশ সুপারকে বিদায় সংবর্দনা প্রদান করে।