চুয়াডাঙ্গায় দৈনিক সময়ের সমীকরণের আয়োজনে সততা ও সাহসীকতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার রশীদুল হাসান সব মিলিয়ে আমি আমার ভালোটাকে সবার মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি
- আপলোড টাইম : ০৫:৫৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০১৬
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা নিয়ে দূর থেকে অনেকে, অনেক কথা বলেন। কিন্তু আমি জানি চুয়াডাঙ্গার মানুষ ও মাটি ভাল। তারা জানে না, চুয়াডাঙ্গার মানুষ কতটা সাংস্কৃতিমনা ও অতিথি পরায়ন। এখানকার মানুষ সংগ্রামী এবং এখান থেকেই শুরু হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। আমার চাকরি জীবনের তিন বছরে সকল স্মৃতির পাতায় চুয়াডাঙ্গা থেকে খুব সুন্দর সুখস্মৃতি নিয়ে যাচ্ছি। এই অঞ্চলের জনপ্রিয় দৈনিক সময়ের সমীকরণের পক্ষ থেকে “সততা ও সাহসীকতা” সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাবলীল ভাষায় এমনই স্মৃতিচারণ করলেন চুয়াডাঙ্গার সুযোগ্য পুলিশ সুপার রশীদুল হাসান। তিনি আরো বলেন, এই তিন বছরে এ জেলার সকল শ্রেণী পেশার মানুষের সাথে অনেক কথা হয়েছে। অনেক অনুষ্ঠানে দেখা হয়েছে। সব মিলিয়ে আমি আমার ভালটাকে সবার মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও অনেক কিছুই অপূর্ণ থেকে যায়। এছাড়া আমার পেশাগত দায়িত্ব পালনকালে সকলের সব অনুরোধ রাখতে পারিনি। আইনী বাধ্যবাধকতায় সেটা সম্ভবপরও নয়। কিন্তু যখন বিষয়টি বুঝতে পেরেছি নিজে কষ্ট পেয়েছি। তবে, চুয়াডাঙ্গার মাটি ও মানুষ খুব ভালো। এই জেলা একটি উর্বর জেলা। এ জেলার উন্নয়ন সম্ভাবনা অনেক। এখানে একটা সময় ছিল যখন রাতে মানুষ নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারতো না। আজ ঘুমাতে পারে। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক সায়মা ইউনুসকে ফুলদিয়ে স্বাগত জানান দৈনিক সময়ের সমীকরণের ভারপ্রাপ্ত সম্পাদক আশরাফুল ইসলাম শ্যামল। বিদায়ী পুলিশ সুপার রশীদুল হাসানকে ফুল দিয়ে সংবর্ধিত করেন দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিক।
হাফেজ খন্দকার আরিফের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে গতকাল সকাল সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমীকরণের পক্ষ থেকে “সততা ও সাহসিকতা’র জন্য চুয়াডাঙ্গা পুলিশ সুপারকে দেয়া সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলার সুযোগ্য জেলা প্রশাসক সায়মা ইউনুস। প্রধান অতিথি তাঁর বক্তব্যে পুলিশ সুপার রশীদুল হাসানকে নিয়ে স্মৃতিচারণ করে বলেন, সরকারী চাকরী মানেই বদলি এবং বদলী মানেই বিদায় অনুষ্ঠান। কিন্তু আজকে দৈনিক সময়ের সমীকরণ যেন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে, এরজন্য দৈনিক সময়ের সমীকরণ পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক সাধুবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, পুলিশ সুপার রশীদুল হাসানকে সততা ও সাহসিকতার জন্য সম্মাননা দেওয়ায় আমি খুশি ও গর্বিত। সত্যি কথা বলতে কি আমরা যারা সরকারী কর্মকর্তা-কর্মচারী ও সরকারী কাজে নিয়জিত তাদের সম্মননা দিলে যেমন ভালো কাজের আগ্রহ বাড়ে, ঠিক তেমনি আমরা গর্ববোধ করি। রশীদুল হাসান সম্পর্কে সায়মা ইউনুস আরো বলেন, চুয়াডাঙ্গায় আমার দেড় বছরে দু’টি নির্বাচন হয়েছে। এই দু’টি নির্বাচনই পুলিশ সুপারের আন্তরিক সহযোগিতায় নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। অথচ একই নিবার্চন অনেক জেলাতে পূণঃনির্বাচনের মাধ্যমে সম্পন্ন করতে হয়েছে। এজন্য বলতেই পারি রশীদুল হাসানকে আজ যে সম্মাননা দেওয়া হচ্ছে তা যথার্থ। আমিও আশা করি তার আগামী কর্মময় জীবন সুন্দর হবে। অনুষ্ঠানে আমন্ত্রিত সকল স্তরের গণ্যমান্য ব্যক্তিগণ তাদের বক্তব্যে পুলিশ সুপার রশীদুল হাসানকে নিয়ে অনেক উপমা বা অনুকরনীয় দৃষ্টান্ত তুলে ধরেন। বক্তারা বলেন, আমরা রশীদুল হাসান সাহেব আপনাকে পেয়েছিলাম একজন সৎ নিষ্ঠাবান সাহসি এবং ন্যায়পরায়ন পুলিশ সুপার হিসেবে। আপনি যেখানেই যাবেন যত দুরেই যাবেন আমাদের কথা মনে রাখবেন। একদিন হইতো আমরা বেঁচে থাকবো না তখন হয়তো আপনি ডিআইজি হয়ে চুয়াডাঙ্গায় আসবেন। আপনি যেখানে যাচ্ছেন, এই চুয়াডাঙ্গার মানুষকে যেমন ভালবেসে গেলেন, আশাকরি আপনি আপনার সব কর্মস্থলেই মানুষের পাশে থাকবেন এবং ভালবাসবেন এই প্রত্যাশা। চলাকালে এসপি রশীদুল হাসানকে উৎস্বর্গীত একাত্তর টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ও ছাড়াকার এমএ মামুনের লেখা একটি অনুকাব্য রশীদুল হাসানের উদ্দেশ্যে পাঠ করে শুনান চুয়াডাঙ্গা সরকারী কলেজের সহকারী অধ্যাপক মুন্সী আবু সাইফ। চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত সততা সম্মাননা প্রদান করা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আজাদ মালিতা, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. ওয়ালিউর রহমান নয়ন, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এর সিনিয়র সহ-সভাপতি শাহারিন হক মালিক, বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাহতাব উদ্দিন ও সদর থানার অফিসার ইন-চার্জ (ওসি) তোজাম্মেল হক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাবেক সিভিল সার্জন ডা. একরামুল হক, সাবেক অধ্যাপক আব্দুল মুহিত, দৈনিক জনকন্ঠ ও চ্যানেল আই’র চুয়াডাঙ্গা প্রতিনিধি রাজীব হাসান কচি, দৈনিক প্রথম আলো ও এবিসি রেডিওর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ্ আলম সনি, ৭১টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি এম.এ.মামুন ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দাতা সদস্য তৌহিদ হোসেন। এছাড়া উপস্তিত ছিলেন ভিজে স্কুলের প্রধান শিক্ষক মনি মোহন সরকার, যুব উন্নয়নের উপ-পরিচালক জাহিদুল ইসলাম, সহকারী পরিচালক মাসুম আহম্মেদ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপক সানোয়ার হোসেন, ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা চেম্বারের সহ-সভাপতি মঞ্জুরুল আলম লার্জ, পরিচালক সালাউদ্দিন মোঃ মর্তুজা, চুয়াডাঙ্গা ডিলাক্স এর পরিচালক মজিবুল হক খোকন, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি অ্যাড. মানিক আকবর, একুশে টিভির জেলা প্রতিনিধি প্রভাষক আতিয়ার রহমান, গাজি টিভির জেলা প্রতিনিধি রিফাত রহমান, দৈনিক নওরোজ প্রতিনিধি ইসলাম রাকিব, শিক্ষক আব্দুস সামাদ, ব্যবসায়ী রবগুল ইসলাম।
এছাড়াও অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান, দৈনিক সময়ের সমীকরণের ব্যবস্থাপনা সম্পাদক আমানউল্লাহ আমান, সার্কুলেশন ম্যানেজার আলমগীর হাসান, আলমডাঙ্গা অফিস প্রধান খন্দকার হামিদুল ইসলাম আজম, দর্শনা অফিস প্রধান আওয়াল হোসেন, জীবননগর অফিস প্রধান জাহিদ বাবু, বারাদী প্রতিনিধি হামিদুল ইসলাম, দামুড়হুদা অফিসের নিজস্ব প্রতিবেদক হাফিজুর রহমান কাজল বিশেষ অতিথিদের ফুলদিয়ে স্বাগত জানান। সহযোগিতায় ছিলেন সেলিমূল হাবিব সেলিম ও সুমন পারভেজ। এছাড়া নিজস্ব প্রতিবেদক আকিমূল মাস্টার, শহর প্রতিবেদক আফজালুল হক, শহর প্রতিনিধি আনিস, মুজিবনগর অফিস প্রধান মুনশী মোকাদ্দেস হোসেন, আলমডাঙ্গা ব্যুরোর সহকারী প্রধান মাহফুজ আহমেদ, জীবননগর সহকারী অফিস প্রধান মিথুন মাহমুদ, বদরগঞ্জ প্রতিনিধি আহম্মদ আলী, মুজিবনগর প্রতিনিধি শের খান, তিতুদহ প্রতিনিধি আকিমূল ইসলাম, বারাদী প্রতিনিধি বাবু, মুন্সিগঞ্জ প্রতিনিধি সোহাগ, দামুড়হুদা প্রতিনিধি মিরাজুল ইসলাম মিরাজ, কুড়–লগাছি প্রতিনিধি আহাদ আলী, কাপার্সডাঙ্গা প্রতিনিধি সুলতান আহমেদ জসিম, বাঁকা ইউনিয়ন প্রতিনিধি আরিফুল ইসলাম আরিফ, নেপা প্রতিনিধি মমিন উদ্দিন, দৈনিক বজ্রশক্তির জীবননগর প্রতিনিধি সোহাগ হোসেন,দর্শনা অফিসের সহকারী ব্যুরো প্রধান ওয়াসিম রয়েল ও মুন্সিগঞ্জ বিক্রয় প্রতিনিধি আলী হোসেন,বারাদী-আমঝুঁপি বিক্রয় প্রতিনিধি জোছনা খাতুন উপস্থিত ছিলেন। এছাড়া দর্শনা প্রেসক্লাব সভাপতি একরামুল হক পিপুল, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক নুর নবী, জীবননগর প্রেসক্লাব সভাপতি মো.আনোয়ারুল কবির ও বিশেষ প্রতিবেদক নুরুল আলম বাকু উপস্থিত ছিলেন। সীমান্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন প্রধান অতিথি জেলা প্রশাসক সায়মা ইউনুস ও কুড়–লগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু পুলিশ সুপার রশীদুল হাসানকে তাদের ইউনিয়নবাসীর পক্ষ থেকে ফুলদিয়ে শুভেচ্ছা জানান। চুয়াডাঙ্গা সরকারী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুন্সী আবু সাইফের সাহিত্যিক ও কাব্যিক উপস্থাপনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে এবং উপস্থিত সকলের প্রশংসায় প্রশংসিত হন তিনি। সার্বিক সহযোগিতায় ছিলেন দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিক।