ইপেপার । আজ মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ জুয়েলার্স সমিতির অভিষেক অনুষ্ঠিত: স্বর্ণ ব্যবসা প্রসারে গোল্ড ব্যাংক স্থাপনের দাবি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০১৬
  • / ৫৪২ বার পড়া হয়েছে

Pic-1 IMG_1373(1)নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অভিষেক অনুষ্ঠানে স্বর্ণ ব্যবসায়ীরা স্বর্ণের ব্যবসা প্রসারের লক্ষ্যে সরকারের কাছে গোল্ড ব্যাংক স্থাপনের দাবি জানিয়েছেন। সেই সাথে দেশের সম্ভাবনাময় এই শিল্পখাত উন্নয়নে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের আওতায় আনার দাবি জানানো হয়। গত মঙ্গলবার রাজধানীর পুলিশ কনভেনশন হলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ এসব কথা জানান। বাংলাদেশ জুয়েলার্স সমিতির সদ্য সভাপতি বাবু গঙ্গা চরণ মালাকারের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম (এইচ.টি ইমাম)। বিশেষ অতিথি ছিলেন, এফবিসিসিআই এর প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহ্মদ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এইচটি ইমাম বলেন, বাংলাদেশে স্বর্ণ ব্যবসা একটি উজ্জ্বল সম্ভাবনাময় শিল্পখাত। এই শিল্পখাত উন্নয়নে সরকারের পক্ষ থেকে সকল ধরণের সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে। সেই সাথে স্বর্ণ ব্যবসায়ীদের ব্যবসা প্রসারে লক্ষ্যে দেশে গোল্ড ব্যাংক স্থাপনে সরকারে কাছে বিশেষ অনুরোধ করবেন বলে আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমেদ বলেন, প্রধানমন্ত্রী ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনে কাজ করে যাচ্ছে। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অঞ্চলে স্বর্ণ ব্যবসায়ীদের অন্তভূর্ক্ত করার জন্যে জোর দাবি তুলে ধরবো। অনুষ্ঠানের বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, দেশের ২৮লাখ মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত। এই শিল্পের প্রসারে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রয়োজন। অভিষেক অনুষ্ঠানে শেষে নৈশ ভোজের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা থেকে আগত স্বর্ণ ব্যবসায়ীদের উপস্থিতে সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

বাংলাদেশ জুয়েলার্স সমিতির অভিষেক অনুষ্ঠিত: স্বর্ণ ব্যবসা প্রসারে গোল্ড ব্যাংক স্থাপনের দাবি

আপলোড টাইম : ০২:০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০১৬

Pic-1 IMG_1373(1)নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অভিষেক অনুষ্ঠানে স্বর্ণ ব্যবসায়ীরা স্বর্ণের ব্যবসা প্রসারের লক্ষ্যে সরকারের কাছে গোল্ড ব্যাংক স্থাপনের দাবি জানিয়েছেন। সেই সাথে দেশের সম্ভাবনাময় এই শিল্পখাত উন্নয়নে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের আওতায় আনার দাবি জানানো হয়। গত মঙ্গলবার রাজধানীর পুলিশ কনভেনশন হলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ এসব কথা জানান। বাংলাদেশ জুয়েলার্স সমিতির সদ্য সভাপতি বাবু গঙ্গা চরণ মালাকারের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম (এইচ.টি ইমাম)। বিশেষ অতিথি ছিলেন, এফবিসিসিআই এর প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহ্মদ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এইচটি ইমাম বলেন, বাংলাদেশে স্বর্ণ ব্যবসা একটি উজ্জ্বল সম্ভাবনাময় শিল্পখাত। এই শিল্পখাত উন্নয়নে সরকারের পক্ষ থেকে সকল ধরণের সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে। সেই সাথে স্বর্ণ ব্যবসায়ীদের ব্যবসা প্রসারে লক্ষ্যে দেশে গোল্ড ব্যাংক স্থাপনে সরকারে কাছে বিশেষ অনুরোধ করবেন বলে আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমেদ বলেন, প্রধানমন্ত্রী ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনে কাজ করে যাচ্ছে। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অঞ্চলে স্বর্ণ ব্যবসায়ীদের অন্তভূর্ক্ত করার জন্যে জোর দাবি তুলে ধরবো। অনুষ্ঠানের বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, দেশের ২৮লাখ মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত। এই শিল্পের প্রসারে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রয়োজন। অভিষেক অনুষ্ঠানে শেষে নৈশ ভোজের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা থেকে আগত স্বর্ণ ব্যবসায়ীদের উপস্থিতে সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।