দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ রাজুর স্বেচ্ছায় পদত্যাগ সাধারণ সম্পাদকের দায়িত্বে আহসান হাবিব মামুন
- আপলোড টাইম : ০১:৪৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০১৬
- / ৩৮৪ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ রাজুর স্বেচ্ছায় পদত্যাগ করার পর গতকাল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান হাবিব মামুনের আহবানে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দর্শনা প্রেসক্লাবের উন্নয়ন, সদস্যদের মাসিক চাঁদা পরিশোধ বিষয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নুরুল আলম বাকু, সাবেক সভাপতি আওয়াল হোসেন, এমএ ওসমান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, কামরুজ্জামান যুদ্ধ, মাহমুদ হাসান রনি, নজরুল ইসলাম, চঞ্চল মেহমুদ, দপ্তর সম্পাদক সাব্বির আলিম, রাজিব মালি¬ক, ক্রীড়া সম্পাদক মনজুরুল ইসলাম ও মেহেদী হাসান প্রমূখ। উল্লে¬খ্য গত ১২ সেপ্টেম্বর দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। এ কারণে সাধারণ সম্পাদকের পদ থেকে গত ৫/১০/২০১৬ তারিখে হারুন অর রশিদ সভাপতি ইকরামুল হক পিপুলের নিকট স্বেচ্ছায় পদত্যাগ করেন। সেইসাথে ঐ একই সময় দর্শনা প্রেসক্লাব থেকে ১০জন সদস্যের বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। ফলে প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আহসান হাবিব মামুন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বর্তমানে দর্শনা প্রেসক্লাব সকলের সমন্বয়ে সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।