মেহেরপুর মুজিবনগর কোমরপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি অভিযান একাধিক মামলার আসামী দু শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
- আপলোড টাইম : ১২:৩৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬
- / ৪৩৪ বার পড়া হয়েছে
মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রাম থেকে ৫টি হাত বোমাসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে কোমরপুর ব্রীজের কাছ থেকে তাদের আটক করে মুজিবনগর থানা পুলিশ। আটককৃত দু’জন ডিএসবি’র তালিকা ভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি বলে জানায় পুলিশ। আটককৃতরা হচ্ছে- মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের নবিছদ্দীনের ছেলে মনিরুল ইসলাম ওরফে মনা ওরফে বোমারু মনা (৩৭) ও মহাজনপুর গ্রামের মদন আলীর ছেলে চাঁদাবাজ কদর আলী (৩৫)। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের ব্রীজের কাছে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে মুজিবনগর থানা পুলিশের এসআই ইয়ামিন হোসেন ও কোমরপুর আই সি ক্যাম্পের ইনচার্জ এএসআই আলাউল হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে মনা ও কদরকে আটক করা হয় এবং কয়েক জন পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় বোমারু মনার কাছ থেকে ২টি এবং চাঁদাবাজ কদরের কাছ থেকে ৩টা তাজা বোমা উদ্ধার করা। তিনি আরো বলেন আসামি মনিরুল ইসলাম মনা ওরফে বোমারু মনার নামে ডাকাতি, বোমাবাজিসহ ৬টি এবং চাঁদাবাজ কদরের নামে ৫টি মামলা রয়েছে। এলাকায় অপহরণ করে মুক্তিপণ আদায়, ইটভাটায় চাঁদাবাজি, ডাকাতি বোমাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে তারা জড়িত।