আলমডাঙ্গার অনুপনগরে বীরমুক্তিযোদ্ধা রবিউল হকের দাফনকার্য সম্পন্ন : গার্ড অব অনার প্রদান
- আপলোড টাইম : ১২:১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬
- / ৫৩১ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের অনুপনগর গ্রামের বীরমুক্তিযোদ্ধা রবিউল হককে গার্ড অব অনার দিয়ে বেলা রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান, উপজেলা সমাজসেবা অফিসার আবু তালেব, আলমডাঙ্গা থানার এসআই শাখাওয়াত হোসেন ও তার চৌকসদল উপস্থিত হয়ে বাড়াদী ইউনিয়নের অনুপনগর গ্রামের কউিনিটি ক্লিনিক মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন বীরমুক্তিযোদ্ধা রবিউল হককে এরপর মরহুমের পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধা রবিউল হক বেশ কিছুদিন থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য অবস্থায় থাকার একপর্যায়ে গত মঙ্গলবার সন্ধ্যায় ৭৯বছর বয়সে এই মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেন। স্ত্রী, ২ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী তিনি রেখে গেছেন। তার দাফনকার্যে আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ওহিম উদ্দিন, মুক্তিযোদ্ধা শেখ কোরবান আলী, ফকির মোহাম্মদ, মনছুর আলী, আজিম উদ্দিন, খোশদেল, মালেক, সাবেক চেয়ারম্যান ফিরোজুল, মহাসীন আলী, ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান সাবেক পৌর কাউন্সিলর রাজা মিয়া, সাবেক চেয়ারম্যান রায়হান উদ্দিন, বুদু মিয়া, কেবল মিয়া, শওকত মিয়াসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক মুক্তিযোদ্ধাসহ হাজার মানুষ দাফনকার্যে অংশগ্রহন করেন। আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এই বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং গভীর শোক প্রকাশ করেছে।