ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

ইসলামে রাসুলে বিশ্বাস

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬
  • / ৫৭১ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক: আল্লাহ তায়ালা যুগে যুগে অনেক নবী-রাসুল (সা.) পাঠিয়েছেন। সেই রাসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করাও ইমানের মৌলিক স্তম্ভের অন্তর্ভুক্ত। দৃঢ়ভাবে এই বিশ্বাস পোষণ করা যে, আল্লাহ তায়ালা প্রত্যেক জাতির জন্য তাদের মধ্য থেকে একজনকে রাসুল বানিয়ে পাঠিয়েছেন। যিনি তাদের এক আল্লাহর ইবাদত করার এবং আল্লাহ ছাড়া অন্য সবকিছুর ইবাদতকে অস্বীকার করার দাওয়াত দেন। সব রাসুল সত্যবাদী, সত্যায়নকারী, পুণ্যবান, সঠিক পথের দিশারী, তাকওয়াবান ও বিশ্বস্ত। আল্লাহ তাদের যা কিছু দিয়ে পাঠিয়েছেন তারা তা পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন। কোনো অংশ গোপন বা পরিবর্তন করেননি। নিজে থেকে কোনো সংযোজন বা বিয়োজন করেননি। আল্লাহ বলেন, রাসুলদের দায়িত্ব তো শুধু সুস্পষ্ট বাণী পৌঁছে দেয়া (সূরা নাহল: ৩৫)। আরো বিশ্বাস পোষণ করা যে, প্রথম রাসুল থেকে শেষ রাসুল পর্যন্ত সবার দাওয়াতের মূল বিষয় ছিল একটাই যাবতীয় ইবাদত শুধু এক আল্লাহর জন্য পালন করা এবং অন্য সব উপাস্যকে অস্বীকার করা। আল্লাহ বলেন, আপনার পূর্বে আমি যে রাসুলই পাঠিয়েছি, তাকে এ আদেশই করেছি, নেই কোনো উপাস্য আমি ব্যতীত; সুতরাং আমারই ইবাদত কর (সূরা আম্বিয়া: ২৫)। যে ব্যক্তি কোনো একজন রাসুলের রাসুলত্বকে অস্বীকার করল, সে যেন সব রাসুলকে অস্বীকার করল। রাসুলদের মধ্যে যাদের নাম আমরা জানতে পেরেছি তাদের নামসমূহের প্রতি ইমান আনতে হবে। যেমন মুহম্মদ, ইব্রাহিম, মুসা, ঈসা, নুহ (আ.) প্রমুখ। আর যাদের নাম জানা যায়নি তাদের প্রতি যৌথভাবে ইমান আনতে হবে। আল্লাহ বলেন, আমি আপনার পূর্বে অনেক রাসুল পাঠিয়েছি, তাদের কারো ঘটনা আপনার কাছে বিবৃত করেছি এবং কারো ঘটনা বিবৃত করিনি (সূরা গাফির: ৭৮)। আরো ইমান রাখতে হবে, সর্বশেষ রাসুল হচ্ছেন আমাদের নবী হজরত মুহম্মদ (সা.)। তার পরে আর কোনো নবী নেই। আল্লাহ বলেন, মুহম্মদ তোমাদের কোনো ব্যক্তির পিতা নন; বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবী। আল্লাহ সব বিষয়ে জ্ঞাত (সূরা আহযাব: ৪০)। আর সত্য সংবাদের ভিত্তিতে তাদের ব্যাপারে যা কিছু জানা যায় সেগুলোর প্রতি ইমান রাখা। আমাদের কাছে প্রেরিত রাসুল সর্বশেষ নবী মুহম্মদ (সা.) এর শরিয়তের আলোকে আমল করা আমাদের মুমিন হওয়ার জন্য শর্ত।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ইসলামে রাসুলে বিশ্বাস

আপলোড টাইম : ১২:০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬

ধর্ম ডেস্ক: আল্লাহ তায়ালা যুগে যুগে অনেক নবী-রাসুল (সা.) পাঠিয়েছেন। সেই রাসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করাও ইমানের মৌলিক স্তম্ভের অন্তর্ভুক্ত। দৃঢ়ভাবে এই বিশ্বাস পোষণ করা যে, আল্লাহ তায়ালা প্রত্যেক জাতির জন্য তাদের মধ্য থেকে একজনকে রাসুল বানিয়ে পাঠিয়েছেন। যিনি তাদের এক আল্লাহর ইবাদত করার এবং আল্লাহ ছাড়া অন্য সবকিছুর ইবাদতকে অস্বীকার করার দাওয়াত দেন। সব রাসুল সত্যবাদী, সত্যায়নকারী, পুণ্যবান, সঠিক পথের দিশারী, তাকওয়াবান ও বিশ্বস্ত। আল্লাহ তাদের যা কিছু দিয়ে পাঠিয়েছেন তারা তা পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন। কোনো অংশ গোপন বা পরিবর্তন করেননি। নিজে থেকে কোনো সংযোজন বা বিয়োজন করেননি। আল্লাহ বলেন, রাসুলদের দায়িত্ব তো শুধু সুস্পষ্ট বাণী পৌঁছে দেয়া (সূরা নাহল: ৩৫)। আরো বিশ্বাস পোষণ করা যে, প্রথম রাসুল থেকে শেষ রাসুল পর্যন্ত সবার দাওয়াতের মূল বিষয় ছিল একটাই যাবতীয় ইবাদত শুধু এক আল্লাহর জন্য পালন করা এবং অন্য সব উপাস্যকে অস্বীকার করা। আল্লাহ বলেন, আপনার পূর্বে আমি যে রাসুলই পাঠিয়েছি, তাকে এ আদেশই করেছি, নেই কোনো উপাস্য আমি ব্যতীত; সুতরাং আমারই ইবাদত কর (সূরা আম্বিয়া: ২৫)। যে ব্যক্তি কোনো একজন রাসুলের রাসুলত্বকে অস্বীকার করল, সে যেন সব রাসুলকে অস্বীকার করল। রাসুলদের মধ্যে যাদের নাম আমরা জানতে পেরেছি তাদের নামসমূহের প্রতি ইমান আনতে হবে। যেমন মুহম্মদ, ইব্রাহিম, মুসা, ঈসা, নুহ (আ.) প্রমুখ। আর যাদের নাম জানা যায়নি তাদের প্রতি যৌথভাবে ইমান আনতে হবে। আল্লাহ বলেন, আমি আপনার পূর্বে অনেক রাসুল পাঠিয়েছি, তাদের কারো ঘটনা আপনার কাছে বিবৃত করেছি এবং কারো ঘটনা বিবৃত করিনি (সূরা গাফির: ৭৮)। আরো ইমান রাখতে হবে, সর্বশেষ রাসুল হচ্ছেন আমাদের নবী হজরত মুহম্মদ (সা.)। তার পরে আর কোনো নবী নেই। আল্লাহ বলেন, মুহম্মদ তোমাদের কোনো ব্যক্তির পিতা নন; বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবী। আল্লাহ সব বিষয়ে জ্ঞাত (সূরা আহযাব: ৪০)। আর সত্য সংবাদের ভিত্তিতে তাদের ব্যাপারে যা কিছু জানা যায় সেগুলোর প্রতি ইমান রাখা। আমাদের কাছে প্রেরিত রাসুল সর্বশেষ নবী মুহম্মদ (সা.) এর শরিয়তের আলোকে আমল করা আমাদের মুমিন হওয়ার জন্য শর্ত।