শিবনগর ডিসি ইকো পার্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ন জায়গা পরিদর্শন করলেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর
- আপলোড টাইম : ০২:২১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০১৬
- / ৫১৮ বার পড়া হয়েছে
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা শিবনগর ডিসি ইকো পার্কসহ বিভিন্ন গুরুত্বূপূর্ন জায়গা পরিদর্শন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রানালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আসাদুজ্জামান নূর। জানা গেছে গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে কার্পাসডাঙ্গা শিবনগর ডিসি ইকোপার্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ন জায়গা পরিদর্শন করেন। কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি বিজড়িত আটচালা ঘর, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। পরে শিবনগর ডিসি ইকোপার্ক পরিদর্শন শেষে পার্ক এলাকায় একটি মাল্টা গাছ লাগান মন্ত্রী। ডিসি ইকোপার্ক পরিদর্শন শেষে আটকবর স্মৃতি কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী মহোদয়ের সাথে ছিলেন কৃষির মহাপরিচালক হামিদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশিদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) আ: রাজ্জাক, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মালিক, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর আ: গফুর, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, কার্পাসডাঙ্গা সাহিত্য সংসদের সভাপতি রবিউল হোসেন শুকলাল, আ: লীগ নেতা শওকত আলী, এম এ জলিল, সবুর মেম্বর, আশাদুল, সাংবাদিক অরন্য আতিক, মেহেদী হাসান মিলন, বখতিয়ার খলজি বকুল।