চুয়াডাঙ্গার বুজরুকগড়গড়িতে ঝিনাইদহ র্যাবের অভিযান ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী আসমত গ্রেফতার
- আপলোড টাইম : ০২:১৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০১৬
- / ৫৫২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ র্যাব-৬ চুয়াডাঙ্গা বুজরুকগড়গড়ি বনানী পাড়ায় অভিযান চালিয়ে মাদকসহ মাদক ব্যবসায়ী আসমত আলীকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার বিকাল সোয়া ৫টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকায় বুজরুকগড়গড়ি বনানী পাড়ায় ইট ভাটার পাশে কাঁঠালবাগানে অভিযান চালিয়ে মাদকসহ আসমত আলীকে গ্রেফতার করে। র্যাব সুত্র থেকে জানা যায়, গতকাল বিকালে ঝিনাইদহ র্যাব-৬ এর স্কোয়ার্ড কমান্ডার এএসপি উৎপল কুমার রায় এর নেতৃত্বে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের একটি চৌকস অভিযানিকদল নিয়মিত টহল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি বনানী পাড়ায় ইট ভাটার পাশে আমবাগান থেকে একটি প¬াস্টিকের ব্যাগের মধ্যে থেকে ১৪বোতল ফেন্সিডিল, ৫০পুড়িয়া গাঁজা এবং নগত ১৭৫০/- টাকাসহ মাদক ব্যবসায়ী আসমত আলীকে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী আসমত আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমুরদিয়া কলোনী পাড়া আব্দুল মজীদের ছেলে। গতকালই র্যাব-৬ উক্ত উদ্ধারকৃত মাদকসহ আসমত আলীকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে। এদিকে ঝিনাইদহ র্যাব-৬ এর এই ধারাবাহিক মাদকবিরোধী অভিযানকে এলাকা গণ্যমান্য ব্যক্তিরা সাধুবাদ জানিয়েছে এবং এই অভিযানকে অব্যাহত রেখে চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।