জীবননগরের উথলী ও মৃগমারীতে পথসভায় এমপি আলী আজগর টগর
- আপলোড টাইম : ০৯:০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮
- / ৩৭৩ বার পড়া হয়েছে
জামায়াত-বিএনপির ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হতে হবে
জীবননগর অফিস: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর বলেছেন- আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জঙ্গিবাদ, হত্যা ও সন্ত্রাস বন্ধ হয়েছে। গত ৯ বছরে আওয়ামী লীগ সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। ২০০৬ সালে ২৪ ঘন্টায় বিদ্যুত পেতাম মাত্র ৪ ঘন্টা। ওই সময় দেশে বিদ্যুৎ উৎপাদন হতো মাত্র ৩ হাজার মেগাওয়াট। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ১৪ হাজার মেগাওয়াট। ওই সময় সন্ধ্যায় বিদ্যুত চলে গেলে আসতো রাত ২টার পর। বিদ্যুৎ গ্রাহকরা বলতো বিদ্যুৎ থাকেই না, মাঝে মাঝে আসে। কিন্তু বর্তমানে লোডশেডিং নেই বলে¬ই চলে। আওয়ামী লীগ সরকার শিক্ষা ক্ষেত্রেও আমূল পরিবর্তন এনেছে। জানুয়ারি মাসের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে। কৃষি ক্ষেত্রেও আওয়ামী লীগ সরকার ব্যাপক সাফল্য এনেছে। সার ও ডিজেলসহ কৃষি উপকরণ কৃষকদের ক্রয় ক্ষমতার ভেতরে রাখা হয়েছে। কিন্তু জামাত-বিএনপি এ উন্নয়নের ধারা বাঁধাগ্রস্থ করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এ ষড়যন্ত্র রুখতে আমাদেরকে ঔক্যবদ্ধ থাকতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস রেখে আমাদেরকে ধর্মীয় কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। তিনি গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় জীবননগর উপজেলার উথলী মোল¬াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উথলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. কফিল উদ্দীনের সভাপতিত্বে ও এ্যাড. শামসুর আরেফিন ভুট্টোর উপস্থাপনায় অনুষ্ঠিত পথসভায় তিনি আরও বলেন- যারা আমাদের দেশে গণহত্যা চালিয়েছে, আগুন দিয়ে ঘরবাড়ি পুড়িয়েছে, মা-বোনদের ধরে এনে পাকসেনাদের হাতে তুলে দিয়েছে তাদের বিচার বাংলার মাটিতেই হচ্ছে। তিনি যুদ্ধাপরাধীদের বিচার, খাদ্যে স্বনির্ভরতা অর্জন, শিক্ষাক্ষেত্রে সাফল্য, কর্মসংস্থানের ব্যবস্থা, দারিদ্র্য দূরীকরণ, স্বাস্থ্য ও চিকিৎসাসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাসহ স্থানীয় উপজেলায় বিভিন্ন উন্নয়নের কথা উল্লে¬খ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জীবননগর উপজলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. জাকারিয়া আলম, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক ও মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম ঈশা, পল্ল¬ী বিদ্যুতের আঞ্চলিক পরিচালক আব্দুল মান্নান পিল্টু, লুৎফর রহমান লুতু প্রমূখ।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসরাফ উদ্দীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মির্জা তাহাজ্জত হোসেন, আওয়ামী লীগ নেতা শুকুর সরকার, হায়দার আলী, ফরজ আলী, আবু জাফর, হাবেল, প্রদীপ, আতিকুর, লিয়ন, মনি, পিন্টু, আহাদ আলী, রিপনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সেলিম হোসেনের নেতৃত্বে ৩০ জন বিএনপি কর্মি আওয়ামী লীগে যোগদান করেন। এর আগে বিকেল ৩টার সময় মৃগমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক পথসভায় উপরোক্ত নেতৃবৃন্দ ছাড়াও মৃগমারী গ্রামের আজিজুল হক ও ইউপি সদস্য ওবাইদুর রহমান বক্তব্য দেন।