মধ্যরাতে ট্রাকসহ ৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধার
- আপলোড টাইম : ০৯:০২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮
- / ৩২০ বার পড়া হয়েছে
মাদক পাচারের সংবাদ পেয়ে ঝিনাইদহে র্যাবের অভিযান
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ র্যাব-৬ অভিযান চালিয়ে গত শুক্রবার মধ্যরাতে একটি ট্রাকসহ ৯৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। যশোর জেলার বাঘাড়পাড়া উপজেলার গাইদঘাট এলাকা থেকে এই বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের ড্রাইভার বজলুর রহমান বিশ্বাসকে আটক করেছে র্যাব। তিনি যশোর কতোয়ালী থানার কাসেমপুর গ্রামের নবু বিশ্বাসের ছেলে। ঝিনাইদহ র্যাব-৬ এর অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, মালবাহী ট্রাকে বিপুল পরিমান মাদক দ্রব্য পাচারের সংবাদ পেয়ে র্যাব শুক্রবার রাতে গাইদঘাট বাজারের ডা. শামসুল রহমান সুপার মার্কেটের সামনে চেকপোস্ট বসায়। এ সময় একটি ট্রাক (রেজি নং- খুলনা মেট্রো ট-১১-০২৯৩) সিগন্যাল উপক্ষো করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব সদস্যরা ট্রাকটির পিছু নিয়ে আটক করে এবং তল্লাশী চালিয়ে উল্লেখিত ফেনসিডিল উদ্ধার করে। গ্রেফতারকৃত বজলুর রহমান র্যাবের জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত ফেন্সিডিলের সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে শনিবার দুপুরে যশোরের বাঘারপাড়া থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।