জীবননগর উপজেলা মার্কেটের লন্ড্রী দোকানে অগ্নিকান্ড
- আপলোড টাইম : ০৮:৫১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮
- / ৩৭৮ বার পড়া হয়েছে
৫ লক্ষাধিক টাকার ক্ষতি : দিশেহারা মালিক
জীবননগর অফিস: জীবননগর উপজেলা মার্কেটের একটি লন্ড্রী দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকা- ঘটেছে। গতকাল শুক্রবার দুপর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভয়াবহ অগ্নিকা-ে ৫ লক্ষাধিক টাকার পোশাক আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। জানা গেছে, শুক্রবার জুম্মার নামাজ থেকে ফেরার পথে মুসল্লিরা উপজেলা মার্কেটে বিশাল ধোঁয়ার কু-লি দেখতে পায়। এ সময় সকলে ছুটে যায় এবং দেখতে পায় উপজেলা মার্কেটের টিপটপ লন্ড্রী দোকানে ভয়াবহ আগুন ধরেছে। এসময় স্থানীয় মুসল্লিরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হলে জীবননগর ফায়ার সার্ভিসে ফোন করে। সংবাদ শুনে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থানে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে, বৈদ্যুতিক শর্ট সার্কিটে দোকানে আগুন লাগায় মুহুর্তে¡র মধ্যে দোকানে থাকা লন্ড্রীর বিভিন্ন পোশাক পুড়ে ছায়ে পরিণত হয়। টিপটপ লন্ড্রীর মালিক সহিদ জানায়, সে দোকান বন্ধ করে জুম্মার নামাজ আদায় করতে যায়। নামাজ শেষে শুনতে পারে তার দোকানে আগুন লেগেছে। এ সংবাদ শুনে ছুটে এসে দেখে তার দোকানে সকল পোশাক আগুনে পুড়ে ছায় হয়ে গেছে। তিনি বলেন, আমার দোকানে যে সমস্ত পোশাক ছিল তা সকল পোশাক বিভিন্ন জনের। ক্ষতিসাধিত পোশাকের আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা। এদিকে দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিভিন্ন জনের পোশাক পুড়ে যাওয়া দোকান মালিক দিশেহারা হয়ে পড়েছেন।