ভারতীয় মদ ও হেরোইনসহ আটক-২
- আপলোড টাইম : ০৮:৪৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮
- / ৩৬৭ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে চোরাচালান বিরোধী পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও হেরোইনসহ দু’জনকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার পৃথক সময়ে পৃথক স্থান হতে এদেরকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েক মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২৯ বোতল ভারতীয় মদসহ দামুড়হুদা থানার কামারপাড়া মধ্যপাড়ার আবু বক্করের ছেলে হারুন মিয়াকে (৩২) আটক করে। উদ্ধারকৃত মদ’র আনুমানিক মূল্য ৪৩ হাজার ৫শ’ টাকা। আটককৃত মদসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করে নায়েক মো. সোহেল রানা বাদি হয়ে বর্ণিত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছে।
অপরদিকে, গত বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার নায়েক মো. বাহাদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানার অন্তর্গত বুড়িপোতা গ্রামের নলগারী কালভাট নামক স্থান হতে উপজেলার বন্দর গ্রামের আমিনুল ইসলাম টগরের ছেলে আব্দুর রাজ্জাককে (৪০) আটক করে। এসময় তার কাছ থেকে ০.০১২ গ্রাম ভারতীয় হোরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হোরোইনের আনুমানিক মূল্য ৭শ’ টাকা। আটককৃত হিরোইনসহ আসামীকে মেহেরপুর সদর থানায় সোর্পদ করে নায়েক মো. বাহাদুর রহমান বাদী হয়ে বর্ণিত আসামীর বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করেছে।