ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

ওয়েভ ফাউন্ডেশনের PACE প্রকল্পে IFAD মিশন ভিজিট

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮
  • / ৪১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে চঅঈঊ ঢ়ৎড়লবপঃ-এর আওতায় ‘ব্ল্যাকবেঙ্গল ছাগল পালনের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধিকরণ ও কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক ভ্যালুচেইন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট- ইফাদ এবং পিকেএসএফ এর প্রতিনিধি দল। গতকাল শুক্রবার এই উপলক্ষে তাঁরা চঅঈঊ ঢ়ৎড়লবপঃ-এর অংশগ্রহণকারী কহিনুর বেগম ও মরিয়ম খাতুনের ছাগল খামার পরিদর্শন করেন এবং স্থানীয় ৩০জন ক্ষুদ্র উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন। পাশাপাশি আরেকটি প্রকল্প বছরব্যাপী ‘পেঁয়াজ উৎপাদন এবং বাজারজাতকরণের মাধ্যেমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধিকরণ ও কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক ভ্যালুচেইন উন্নয়ন প্রকল্পের অংশগ্রহণকারী আজমত আলীর বাড়ীতে স্থাপিত ব্যয় সাশ্রয়ী পেঁয়াজ সংরক্ষণাগার পরিদর্শন করেন। এখানেও প্রায় ৩০জন পেঁয়াজ চাষীদের সাথে মতবিনিময় করেন। এ সময় ওঋঅউ এর বিদেশী পর্যবেক্ষক ইতালির ঙসবৎ তধভধৎ, ডেনমার্কের ঔবহং শৎরংঃবহংবহ, ইতালির ঈযৎরংঃধ কবঃঃরহম, ঝযবৎরহধ ঞধনধংংঁস উপস্থিত ছিলেন এবং পিকেএসএফ-এর চঅঈঊ প্রকল্পের সমন্বয়করী ও জেনারেল ম্যানেজার ড. আকন্দ মো. রফিকুল ইসলাম, উপ-ব্যাবস্থাপক মজনু সরকার ও উপ-ব্যাবস্থাপক মাসুম সরকার উপস্থিত ছিলেন। ওয়েভ ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন উপ-পরিচালক আব্দুস শুকুর, সমন্বয়কারী ফকর উদ্দীন খোকন, মেহেরপুর চঅঈঊ প্রকল্পের সমন্বয়করী জাহাঙ্গীর আলম ও ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর আজিম উদ্দীন। পরিদর্শন শেষে প্রকল্প কার্যক্রম দেখে পরিদর্শকরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং ব্ল্যাকবেঙ্গল ছাগল পালন ও পেঁয়াজ চাষকে আরো প্রসিদ্ধ করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা ব্যক্ত করেন পরিদর্শকরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ওয়েভ ফাউন্ডেশনের PACE প্রকল্পে IFAD মিশন ভিজিট

আপলোড টাইম : ০৮:৪১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে চঅঈঊ ঢ়ৎড়লবপঃ-এর আওতায় ‘ব্ল্যাকবেঙ্গল ছাগল পালনের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধিকরণ ও কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক ভ্যালুচেইন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট- ইফাদ এবং পিকেএসএফ এর প্রতিনিধি দল। গতকাল শুক্রবার এই উপলক্ষে তাঁরা চঅঈঊ ঢ়ৎড়লবপঃ-এর অংশগ্রহণকারী কহিনুর বেগম ও মরিয়ম খাতুনের ছাগল খামার পরিদর্শন করেন এবং স্থানীয় ৩০জন ক্ষুদ্র উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন। পাশাপাশি আরেকটি প্রকল্প বছরব্যাপী ‘পেঁয়াজ উৎপাদন এবং বাজারজাতকরণের মাধ্যেমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধিকরণ ও কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক ভ্যালুচেইন উন্নয়ন প্রকল্পের অংশগ্রহণকারী আজমত আলীর বাড়ীতে স্থাপিত ব্যয় সাশ্রয়ী পেঁয়াজ সংরক্ষণাগার পরিদর্শন করেন। এখানেও প্রায় ৩০জন পেঁয়াজ চাষীদের সাথে মতবিনিময় করেন। এ সময় ওঋঅউ এর বিদেশী পর্যবেক্ষক ইতালির ঙসবৎ তধভধৎ, ডেনমার্কের ঔবহং শৎরংঃবহংবহ, ইতালির ঈযৎরংঃধ কবঃঃরহম, ঝযবৎরহধ ঞধনধংংঁস উপস্থিত ছিলেন এবং পিকেএসএফ-এর চঅঈঊ প্রকল্পের সমন্বয়করী ও জেনারেল ম্যানেজার ড. আকন্দ মো. রফিকুল ইসলাম, উপ-ব্যাবস্থাপক মজনু সরকার ও উপ-ব্যাবস্থাপক মাসুম সরকার উপস্থিত ছিলেন। ওয়েভ ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন উপ-পরিচালক আব্দুস শুকুর, সমন্বয়কারী ফকর উদ্দীন খোকন, মেহেরপুর চঅঈঊ প্রকল্পের সমন্বয়করী জাহাঙ্গীর আলম ও ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর আজিম উদ্দীন। পরিদর্শন শেষে প্রকল্প কার্যক্রম দেখে পরিদর্শকরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং ব্ল্যাকবেঙ্গল ছাগল পালন ও পেঁয়াজ চাষকে আরো প্রসিদ্ধ করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা ব্যক্ত করেন পরিদর্শকরা।