চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ১৩০০তম পদধ্বনি আসর অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৮:৩২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮
- / ৪১৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: স্বরচিত লেখা পাঠ, চিরায়ত সাহিত্য থেকে আবৃত্তি, আলোচনা ও মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনির ১৩০০তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে অনুষ্ঠিত ১৩০০তম পদধ্বনি আসর পরিণত হয় জেলার কবি, সাহিত্যিক ও সাহিত্যানুরাগীদের মিলন মেলায়। ১৩০০তম আসর উপলক্ষে পদধ্বনির বর্ষা সংখ্যা প্রকাশ করা হয়েছে।
গৌরবময় কর্মকালের ৪১ বছরে পা রাখা জেলার ঐতিহ্যবাহী সংগঠন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ সেই সূচনালগ্ন থেকে প্রতি শুক্রবার কখনো নিয়মিত কখনো অনিয়মিতভাবে নবীন প্রবীন লেখিয়েদের স্বরচিত লেখা পাঠ, পঠিত লেখার উপর আলোচনা ও আড্ডার মধ্য দিয়ে সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি’র আয়োজন করে আসছে। কবি-সাহিত্যিকদের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সুতোয় বেঁধে এতদঞ্চলের সাহিত্যচর্চার ক্ষেত্রকে বিকশিত করার মহান ব্রত নিয়ে শুরু হওয়া চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি’র ১৩০০তম আসর অনুষ্ঠিত হলো। এটা শুধুমাত্র একটা সংখ্যা নয়, এটা একটা মাইলফলক, সাহিত্যচর্চার বিকাশে এক অনুকরণীয় দৃষ্টান্ত; যা চুয়াডাঙ্গা জেলাসহ এ দেশের সাহিত্য-সংস্কৃতির ইতিহাসকে ঋদ্ধ করবে। মঙ্গলময় শুভ আলোকধারায় উদ্ভাসিত ‘চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ’ তার এই নিরলস প্রচেষ্টার মধ্যদিয়ে আলোকিত করে চলেছে এ জনপদ, যা সত্যিকার অর্থেই বিরল।
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেনের সভাপতিত্বে ১৩০০তম পদধ্বনি আসরে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদুল আলম। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সভাপতি বিশিষ্ট গবেষক অধ্যাপক আব্দুল মোহিত ও রবীন্দ্র গবেষক বাবু বনওয়ারী লাল বাগলা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক মুক্তা ও তারা দেবী ফাউন্ডেশনের সভাপতি শেখ সেলিম। দ্রোহের কবি অমিতাভ মীর এর সঞ্চালনায় ১৩০০তম পদধ্বনি আসরে চুয়াডাঙ্গা, সরোজগঞ্জ, আলমডাঙ্গা, হাট বোয়ালিয়া, দামুড়হুদা, দর্শনা, জীবননগর ও আন্দুলবাড়িয়ার প্রায় শতাধিক কবি-সাহিত্যিক তাদের স্বরচিত লেখা পাঠ করেন। চিরায়ত সাহিত্য থেকে আবৃত্তি করেন, এ্যাড. বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার ও রাবেয়া খাতুন রাবু। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন বেগমপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী আহাম্মদ আলী, বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী শামীমা খাতুন, শাপলা ও আদিল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখিয়ে, সুধী ও চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সদস্যবৃন্দ।