আলমডাঙ্গার লক্ষ্মীপুরে ছেলের বিরুদ্ধে মায়ের জমি জাল করে লিখে নেয়ার অভিযোগ
- আপলোড টাইম : ১০:২৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮
- / ৩৪৮ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ছেলের বিরুদ্ধে মায়ের জমি জাল করে লিখে নেয়ার অভিযোগ করেছে এক অসহায় মা। এ ঘটনায় ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছে ওই মা। জমিটির উপর আদালত থেকে একটি সাইনবোর্ড লাগিয়ে দিলেও ওই অভিযুক্ত ছেলে সেই সাইনবোর্ড উপড়ে ফেলে দিয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার লক্ষ্মীপুর গ্রামের মৃত মহরম মালিথার ছেলে রিপন আলীর (৩০) বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ করেছে তার মা সুন্দরী বেগম। তিনি অভিযোগ করে বলেন- গত বছর ছেলের নামে ১০ কাঠা জমি লিখে দিই। সে সুযোগ নিয়ে জালিয়াতি করে দেড় বিঘা জমি লিখে নেয়। কিছুদিন পরে জমি বিক্রি করতে গেলে আমি বাধাঁ দিই এবং ছেলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করি। মামলাটি বিচারাধীন। কয়েকদিন আগে আদালতের নিদের্শে জমিটির উপর একটি সাইনবোর্ড লাগিয়ে দিয়ে যায়। কিন্তু ছেলে রিপন সেই সাইনবোর্ড উপড়ে ফেলে দেয় ও বিভিন্ন হুমকি অব্যহত রাখে। তিনি জমি ফেরত ও ছেলের বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তির দাবি তুলেছেন।