চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদ বাগান পরিদর্শন করে মুগ্ধ হলেন পরিবেশ
- আপলোড টাইম : ১০:২১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮
- / ৫৯১ বার পড়া হয়েছে
বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী জ্যাকব এমপি
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদ বাগান পরিদর্শন করে মুগ্ধ হয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। সরকারি সফরে চুয়াডাঙ্গায় এসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আভ্যন্তরীণ টার্মিনাল হতে বাংলাদেশ এয়ারের একটি বিশেষ ফ্লাইটে দুপুর ১২টায় যশোর বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। পরে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে আসলে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এসময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের আমন্ত্রণে তিনি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদ বাগান পরিদর্শন করেন। ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী অনুষ্ঠিত হওয়া ফলদ বৃক্ষরোপণ পক্ষ-২০১৮ ও অপ্রচলিত ফলের বাগান সৃজন (বাসা/অফিসের ছাদে বাগান) করে প্রতিষ্ঠান পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় ঘোষিত দেশসেরা দ্বিতীয় পুরস্কার লাভ করা এই বাগান পরিদর্শন করে তিনি মুগ্ধ হন। এসময় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন- আসাধারণভাবে অফিসের ছাদে ফলের গাছ, শাক-সবজি, ভেষজ ও ঔষুধি গাছ, নানা রকমের ফুলে ভরা পরিপাটি করে সাজানো এই বাগান দেখে যে কেউই মুগ্ধ হয়ে থকমে যাবেন কিছু সময়ের জন্য। প্রকৃতপক্ষেই এই বাগান অসাধারণ সুন্দর। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সচিব নূরজাহান খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসীম উদ্দীন, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহসহ চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।