মুজিবনগরে শিক্ষার মানোন্নয়ন সম্পর্কে মতবিনিময় সভায় এমপি ফরহাদ হোসেন
- আপলোড টাইম : ১০:১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮
- / ৩৭৯ বার পড়া হয়েছে
২১ বছর বঙ্গবন্ধুর নাম রেডিও টেলিভিশনে প্রচার হয়নি
মুজিবনগর অফিস: মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলার মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল।
এসময় তিনি বলেন- ২১ বছর বঙ্গবন্ধুর নাম রেডিও টেলিভিশনে প্রচার করা হয়নি। প্রধানমন্ত্রীর স্বপ্ন ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে হিসেবে গড়ে তোলা। দেশের উন্নয়নের বিভিন্ন কর্মকা- তুলে ধরে বলেন, শিক্ষক বান্ধব সরকার শিক্ষকদের আলাদা বেতন কাঠামো তৈরির পরিকল্পনা করছেন। নন- এমিপও এক শিক্ষকের দাবির প্রশ্নে বলেন, আমি নিজেও একজন শিক্ষক আপনাদের ব্যথা বুঝি। বর্তমান সরকার চলতি মাসেই তিন ধাপে এমপিও (মান্থলি পে-অর্ডার) করবেন এবং পরবর্তী ধারাবহিকতায় এমপিওভূক্ত হবে। কোথাও কোন টাকা লেনদেন না করার অনুরোধ জানান। প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কাছে নিজেকে একজন মডেল শিক্ষক হিসেবে গড়ে তুলতে ঘরের জানাল দরজার মত জ্ঞানের আলো বিলিয়ে দেয়ার আহবান জানান।
উপজেলার স্কুল ও মাদ্রাসার সকল শিক্ষক/ শিক্ষিকাবৃন্দের উপস্থিতে এ মতবিনিময় সভায় মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ইব্রাহিম শাহিন, সকল প্রতিষ্ঠান প্রধানগণ। এ সভায় আরও বক্তব্য রাখেন, শিবপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দল ওয়াদুদ, মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবু সাদেক, বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ইব্রাহিম শাহিন প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আলীফ হোসেন।