চুয়াডাঙ্গায় ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. ইব্রাহীমের
- আপলোড টাইম : ০৯:৫৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮
- / ৪২৫ বার পড়া হয়েছে
২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেবা দিবস পালন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহীমের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেবা দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় পরীক্ষা করা হয়। গতকাল সকাল ৮টায় চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি সেলিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক এ্যাড. শামসুজ্জোহা, কার্যকরি সদস্য ডা. ফকির মোহাম্মদ, শহীদুল ইসলাম শাহান, ওয়াহেদুজ্জামান বুলা, জামান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজিজুল হক কবির ও ডা. মিজুনুর রহমান। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল মজিদ। এরপর চুয়াডাঙ্গা রেলস্টেশনে বিনামূল্যে মানুষের ডায়াবেটিক রোগ নির্ণয় পরীক্ষা করা হয়। দিবসটি উদযাপনে সহযোগিতায় ছিলেন জামান এসডিএফ এবং নভোনরডিক্স ফার্মা। অনুষ্ঠানে ডায়াবেটিক সমিতির যুগ্ম সম্পাদক হুমায়ন কবীর মালিক, কোষাধ্যক্ষ এমএম মনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম, রাশেদ-উল-ইসলাম জোয়ার্দ্দার, রেডক্রিসেন্ট ইউনিট অফিসার শামীম মো. সাঈদ, জামান এসডিএফ এর এরিয়া ম্যানেজার আব্দুস সালাম, সমিতির সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আল মামুন।
আলোচনা সভায় সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন- ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে শৃংখলা মেনে চলতে হবে। শৃংখলার সাথে চলাচল করেন তাহলে আপনি ভালো থাকবেন। রোগ হতেই পারে। সেই রোগটিকে নির্মূল করার জন্য আপনার মানসিকতা দরকার। শৃংখলা মেনে চললে আপনি ভালো থাকবেন। সাধারণ মানুষের ভালো সেবা কেন্দ্র হিসেবে ডায়াবেটিক সমিতিকে গড়ে তোলার জন্য যা কিছু করার দরকার সবই করা হবে। এখানকার চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে ভালো সেবা দিয়ে যাচ্ছে। কমিটির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয়ে জামান এসডিএস’এর এমডি সৈয়দ আসাদুজ্জামান এবং নভো নরডিক্স ফার্মা যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই।