ইপেপার । আজ মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

দর্শনায় একাধিক মামলার আসামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ঘুষ গ্রহণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮
  • / ৪২৪ বার পড়া হয়েছে

দামুড়হুদা মডেল থানার তিন পুলিশ সদস্য প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক: ক্রসফায়ারের ভয় দেখিয়ে ঘুষ নেয়ার অভিযোগে দামুড়হুদা থানার তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার স্বাক্ষরিত প্রত্যাহারের চিঠি দামুড়হুদা থানায় পৌঁছায়। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই শ্যামল কুমার সমাদ্দার, এএসআই কার্তিক বসু ও কনস্টেবল সাজ্জাদ হোসেন। অভিযোগ রয়েছে, গত শনিবার বিকালে দর্শনা রেলগেটের কাছ থেকে একাধিক মামলার আসামি দর্শনা শান্তিপাড়ার মো. সোহেল (২৮) নামে এক যুবককে আটক করে এসআই শ্যামল কুমার সমাদ্দার। পরে তাকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে সোহেলের পরিবারের কাছ থেকে ৪৯ হাজার ৫শ’ টাকা ঘুষ নেয় অভিযুক্ত পুলিশ সদস্যরা। মঙ্গলবার সারাদিন এ ধরনের গুঞ্জনও শোনা যায় চুয়াডাঙ্গায়। এ ঘটনার পর চুয়াডাঙ্গা পুলিশ সুপার অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহারের নির্দেশ দেন। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনাচর্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, তিন পুলিশ সদস্যের প্রত্যাহারের নির্দেশ সম্বলিত একটি চিঠি বুধবার দুপুরে দামুড়হুদা থানায় পৌঁছেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনায় একাধিক মামলার আসামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ঘুষ গ্রহণ

আপলোড টাইম : ০৯:৩২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮

দামুড়হুদা মডেল থানার তিন পুলিশ সদস্য প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক: ক্রসফায়ারের ভয় দেখিয়ে ঘুষ নেয়ার অভিযোগে দামুড়হুদা থানার তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার স্বাক্ষরিত প্রত্যাহারের চিঠি দামুড়হুদা থানায় পৌঁছায়। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই শ্যামল কুমার সমাদ্দার, এএসআই কার্তিক বসু ও কনস্টেবল সাজ্জাদ হোসেন। অভিযোগ রয়েছে, গত শনিবার বিকালে দর্শনা রেলগেটের কাছ থেকে একাধিক মামলার আসামি দর্শনা শান্তিপাড়ার মো. সোহেল (২৮) নামে এক যুবককে আটক করে এসআই শ্যামল কুমার সমাদ্দার। পরে তাকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে সোহেলের পরিবারের কাছ থেকে ৪৯ হাজার ৫শ’ টাকা ঘুষ নেয় অভিযুক্ত পুলিশ সদস্যরা। মঙ্গলবার সারাদিন এ ধরনের গুঞ্জনও শোনা যায় চুয়াডাঙ্গায়। এ ঘটনার পর চুয়াডাঙ্গা পুলিশ সুপার অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহারের নির্দেশ দেন। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনাচর্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, তিন পুলিশ সদস্যের প্রত্যাহারের নির্দেশ সম্বলিত একটি চিঠি বুধবার দুপুরে দামুড়হুদা থানায় পৌঁছেছে।