ইপেপার । আজ বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

ধীরগতিতে এগোচ্ছে গভীর নিম্নচাপ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬
  • / ৪০৩ বার পড়া হয়েছে

rgসমীকরণ ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটির অবস্থান খুব একটা নড়চড় হয়নি। বেশ ধীরগতিতে এটি উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার দুপুর ১২টার দিকে নিম্নচাপটি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৭৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত এই নিম্নচাপ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৬৫ কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বলেন, গভীর নিম্নচাপটি কিছুটা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। তাই এটি সাইক্লোনে পরিণত হবে কিনাথ এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। আবহাওয়া অধিদপ্তরের সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, সকাল নয়টা থেকে আগামী ২৪ ঘণ্টায় কক্সবাজার জেলায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের অন্য এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরের তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

You cannot copy content of this page

ধীরগতিতে এগোচ্ছে গভীর নিম্নচাপ

আপলোড টাইম : ০১:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬

rgসমীকরণ ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটির অবস্থান খুব একটা নড়চড় হয়নি। বেশ ধীরগতিতে এটি উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার দুপুর ১২টার দিকে নিম্নচাপটি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৭৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত এই নিম্নচাপ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৬৫ কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বলেন, গভীর নিম্নচাপটি কিছুটা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। তাই এটি সাইক্লোনে পরিণত হবে কিনাথ এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। আবহাওয়া অধিদপ্তরের সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, সকাল নয়টা থেকে আগামী ২৪ ঘণ্টায় কক্সবাজার জেলায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের অন্য এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরের তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।