গভীর রাতে ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক ২
- আপলোড টাইম : ০৯:২৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮
- / ৩৩৮ বার পড়া হয়েছে
গোপন সংবাদের ভিত্তিতে জয়নগরে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার জয়নগর গ্রামে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪৮ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে তাদেরকে আটক করা হয়। জানা যায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার নায়েক মো. আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের মাঠ থেকে উপজেলার শ্যামপুর গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪০) ও জয়নগর গ্রামের সোহরাবের ছেলে ফজলুল হক (২৭)। এসময় তাদের কাছ থেকে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ১৯ হাজার ২শ’ টাকা। আটককৃত আসামীসহ ফেন্সিডিল দামুড়হুদা থানায় সোর্পদ করে নায়েক মো. আবুল কাশেম বাদি হয়ে বর্ণিত আসামীদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছে।