দর্শনায় অনৈতিক কর্মকান্ডের অভিযোগে দালাল ও নারী মাদকব্যবসায়ী আটক
- আপলোড টাইম : ০৯:১২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮
- / ৩৫২ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দর্শনা হল্ট স্টেশনপাড়ায় অনৈতিক কর্মকান্ডের অভিযোগে জয়নগর চেকপোস্টের দালাল নাসির ও হল্ট স্টেশনপাড়ার নারী মাদকব্যবসায়ী রোজিনা স্থানীয়দের হাতে আটকের ঘটনা ঘটেছে। পরে বিচার-সালিশে পরিবারের জিম্মায় দালাল নাসির ও রোজিনাকে ছেড়ে দেয় স্থানীয়রা।
জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যার দিকে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের ২নং ওয়ার্ডের হল্টস্টেশনপাড়ার শামসুল ইসলামের মেয়ে স্বামী পরিত্যাক্তা দুই সন্তানের জননী রোজিনা বেগম (৪০) ও দর্শনা জয়নগরের ভ্যানচালক সোহরাব উদ্দিনের ছেলে চেকপোস্টের দালাল নাসির অনৈতিক কর্মকা-ে হলে স্থানীয়রা তাদের আটক করে। এসময় তারা দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের ধরে উত্তম-মাধ্যম দেয়।
তবে ৩ সন্তানের জনক নাসির স্বামী পরিত্যাক্তা রোজিনাকে বিয়ে করেছে বলে উপস্থিত লোকজনকে জানালেও তাদের বিয়ের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।